বাছাইয়ে প্লে-অফের ম্যাচ স্থগিতের আবেদন ইউক্রেইনের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2022 05:23 PM BdST Updated: 04 Mar 2022 05:23 PM BdST
দেশ পার করছে খুব কঠিন সময়। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে এই মুহূর্তে দেশ রক্ষাই ইউক্রেইনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপাতত তাই আন্তর্জাতিক ফুটবল না খেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফের ম্যাচ স্থগিতের আবেদন করেছে তারা।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা এক বিবৃতিতে বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে।
“ফিফা নিশ্চিত করছে যে ইউক্রেইনিয়ান অ্যাসোসিয়েশন অব ফুটবল মার্চে নির্ধারিত তাদের ম্যাচগুলো স্থগিত করার জন্য আবেদন করেছে।”
“ফিফা একটি উপযুক্ত সমাধান খুঁজতে উয়েফা ও স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। যথাসময়ে এ বিষয়ে পরবর্তী আপডেট জানানো হবে।”
এই প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে স্কটিশ এফএ ও ইউক্রেইন এফএর মন্তব্য পাওয়া যায়নি।
বাছাইয়ের প্লে-অফে সূচি অনুযায়ী আগামী ২৪ মার্চ গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে স্কটল্যান্ডের বিপক্ষে খেলার কথা ইউক্রেইনের। ম্যাচটি ইউক্রেইন জিতলে বিশ্বসেরার মঞ্চে জায়গা করে নিতে অস্ট্রিয়া বা ওয়েলসের মুখোমুখি হবে তারা।
আগামী ১ এপ্রিল দোহায় বিশ্বকাপের ড্র হওয়ার কথা রয়েছে।
বৈশ্বিক আসরটি শুরু হবে আগামী ২১ নভেম্বর। ফলে প্লে-অফের ম্যাচগুলো এর আগে আয়োজনের জন্য ফিফার হাতে বিকল্প সুযোগ রয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর ইউক্রেইনের ঘরোয়া ফুটবল স্থগিত হয়ে গেছে।
গত সোমবার রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে ফিফা ও উয়েফা।
১৯৯২ সাল থেকে স্বাধীন দেশ হিসেবে খেলা শুরু করা ইউক্রেইন সবশেষ বিশ্বকাপ খেলেছে ২০০৬ সালে। ওই আসরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় তারা। গত বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও শেষ আটে উঠেছিল দলটি।
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
টিভিতে আজ
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
সর্বাধিক পঠিত
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে