দেশে খেলতে পারবে না বেলারুশের ক্লাব ও জাতীয় দল

ইউক্রেইনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়ায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হচ্ছে বেলারুশকেও। তারই ধারাবাহিকতায় এবার উয়েফা প্রতিযোগিতায় বেলারুশের জাতীয় দল ও সব ক্লাবকে হোম ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার নির্দেশ দেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2022, 05:10 PM
Updated : 3 March 2022, 05:10 PM

এক বিবৃতিতে বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। ম্যাচগুলো দর্শকশূন্য মাঠে খেলতে হবে বলেও জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার ইউক্রেইনে রাশিয়া সামরিক আগ্রাসন শুরুর পর তাদের সমর্থনে যোগ দেয় বেলারুশ।

গত সোমবার রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে ফিফা ও উয়েফা।

বৃহস্পতিবার বেইজিং শীতকালীন প্যারালিম্পিকস থেকে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের নিষিদ্ধের ঘোষণা দেয় আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি)। আগামী শনিবার শুরু হবে এই আসর।