বাংলাদেশের প্রস্তুতি বসুন্ধরা কিংস অ্যারেনায়

বাংলাদেশের ফুটবল আঙিনায় গত কয়েক সপ্তাহের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি বসুন্ধরা কিংস অ্যারেনা। মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে আসছে দুই ম্যাচের জন্য দারুণসব সুবিধাসমৃদ্ধ এই স্টেডিয়ামেই প্রস্তুতি সারবে বাংলাদেশ জাতীয় দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2022, 02:55 PM
Updated : 2 March 2022, 02:55 PM

প্রিমিয়ার লিগের প্রথম পর্বের খেলা শেষ হবে ১৮ মার্চ। পরদিন থেকে ২১ মার্চ পর্যন্ত কিংস অ্যারেনায় প্রস্তুতি নিয়ে ২২ মার্চ মালদ্বীপে রওনা দেবে দল। সেখানে ২৪ মার্চ স্বাগতিকদের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে সিলেট জেলা স্টেডিয়ামে; ২৯ মার্চে। প্রতিপক্ষ ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে থাকা মঙ্গোলিয়ার (১৮৪তম) বিপক্ষে।

দেশের ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে হোম ভেন্যু করে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। জাতীয় দলের অনুশীলনের ভেন্যু বাফুফে কিংস অ্যারেনাকে নিয়ে বাফুফে আগ্রহ দেখানোয় তারা সানন্দে রাজি হয়েছে।

ক্লাবটি বিবৃতিতে জানিয়েছে, জাতীয় দলের অনুশীলনের সুবিধার্থে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে তারা।