শেখ জামাল-মোহামেডান ড্র

শুরুতে এগিয়ে গিয়ে জয়ের আশা জাগাল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। প্রথমার্ধেই পাল্টা জবাব দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধে জমেনি ম্যাচ। কোনো দল পায়নি জয়সূচক গোলের দেখা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2022, 11:39 AM
Updated : 28 Feb 2022, 11:39 AM

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। সলোমন কিং শেখ জামালকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান সুলেমানে দিয়াবাতে।

গত লিগের দুই পর্বেই সাদা-কালোদের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল শেখ জামাল। এবার পাল্টা জবাব দিল মোহামেডান।

২০১৫ সালের লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল এগিয়ে যায় ৩২তম মিনিটে। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে উজবেকিস্তানের ফরোয়ার্ড ভালিজনভ ওতাবেকের কাটব্যাকে সলোমন কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন। লিগে গাম্বিয়ার এই ফরোয়ার্ডের গোল হলো ৪টি।

প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা টানে এখনও প্রিমিয়ার লিগ জিততে না পারা মোহামেডান। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে বল বক্সে একজনের গায়ে লেগে উপরে উঠে যাওয়ার পর হেডে গোলটি করেন দিয়াবাতে। মালির এই ফরোয়ার্ডের চলতি লিগে এটি পঞ্চম গোল।

চলতি লিগে এটি শেখ জামাল ও মোহামেডানের তৃতীয় ড্র।

ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ জামাল। ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মোহামেডান।