এভারটনকে হারিয়ে জয়ে ফিরল সিটি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2022 01:32 AM BdST Updated: 27 Feb 2022 02:30 AM BdST
প্রথমার্ধে বিবর্ণ ম্যানচেস্টার সিটি ঘুরে দাঁড়াল বিরতির পর। কিন্তু এভারটন গোলরক্ষকের বাধা পেরোতে পারছিল না তারা। শেষ দিকে অবশ্য তাদের আর আটকে রাখতে পারলেন না জর্ডান পিকফোর্ড। লিগ টেবিলে লিভারপুলের সঙ্গে ব্যবধান আবার বাড়িয়ে নিল পেপ গুয়ার্দিওলার দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে
শিরোপাধারী সিটি। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ফিল ফোডেন।
এক ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল ম্যানচেস্টারের দলটি। গত রাউন্ডে
ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল তারা।

৩৫তম মিনিটে ভালো একটি সুযোগ পান এভারটনের রিশার্লিশন। কাছ থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট ঠেকাতে তেমন সমস্যা হয়নি তার স্বদেশি গোলরক্ষক এদেরসনের। বিরতির আগে স্বাগতিক ফরোয়ার্ড গর্ডনের ফ্রি-কিকে পাশের জালে লাগে বল।
৫৫তম মিনিটে সুযোগ আসে সিটির ফোডেনের সামনে। ইংলিশ মিডফিল্ডারের জোরাল শট ফিরিয়ে দেন পিকফোর্ড। ৬৪তম মিনিটে জন স্টোন্সের দূর থেকে নেওয়া শটে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান তিনি।
তিন মিনিট পর দুর্দান্ত ডাবল সেভে জাল অক্ষত রাখেন পিকফোর্ড। ডে ব্রুইনের নিচু শট ঝাঁপিয়ে ঠেকানোর পর কাছ থেকে বের্নার্দো সিলভার প্রচেষ্টা হাত বাড়িয়ে ফিরিয়ে দেন এই ইংলিশ গোলরক্ষক।

নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে সিটির ডি-বক্সে রদ্রির হাতের ওপরের দিকে বল লাগলে পেনাল্টির আবেদন করেন এভারটনের খেলোয়াড়রা। ভিএআরে অবশ্য স্পট কিকের সিদ্ধান্ত মেলেনি।
২৭ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হলো ৬৬। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ২৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে চেলসি।
দিনের আরেক ম্যাচে ওয়াটফোর্ডের সঙ্গে গোলশূন্য ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। পাঁচ নম্বরে আর্সেনালের ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট।
ট্যাগ :
আরও পড়ুন
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সাম্প্রতিক খবর
মতামত
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’