এক মাইল ও ১৫০০ মিটার দৌড়ে সাবেক বিশ্ব রেকর্ডধারী ল্যান্ডি ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকসে ১৫০০ মিটারে জিতেছিলেন ব্রোঞ্জ। গত বৃহস্পতিবার তিনি মারা যান বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স।
গত শতকের পঞ্চাশের দশকে ব্রিটেনের স্যার রজার ব্যানিস্টারের সঙ্গে দ্বৈরথের জন্য বিখ্যাত ছিলেন মেলবোর্নে জন্ম নেওয়া ল্যান্ডি। বিশ্বের প্রথম অ্যাথলেট হিসেবে চার মিনিটে এক মাইল দূরত্ব পেরোনোর কীর্তি ব্যানিস্টারের।
১৯৫৪ সালের মে মাসে অক্সফোর্ডে ৩ মিনিট ৫৯ দশমিক ৪ সেকেন্ড সময়ে মাইল অতিক্রম করেন ব্যানিস্টার। ৪৬ দিন পরই রেকর্ডটা ভেঙে দেন ল্যান্ডি। ফিনল্যান্ডে তিনি মাইল অতিক্রম করেন ৩ মিনিট ৫৮ সেকেন্ডে। তার রেকর্ড টিকে ছিল তিন বছর।
২০০১ থেকে ২০০৬ পর্যন্ত নিজ রাজ্য ভিক্টোরিয়ার গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন ল্যান্ডি।
২০১৮ সালে ৮৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান ব্যানিস্টার। চার বছর পর চলে গেলেন ল্যান্ডি।