শেষ ষোলোয় গালাতাসারাইকে পেল বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2022 05:36 PM BdST Updated: 25 Feb 2022 06:17 PM BdST
ইউরোপা লিগের শেষ ষোলোয় তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের বিপক্ষে খেলবে শাভি এরনান্দেসের দল।
ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতাটির রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন সেভিয়া মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের। শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয় শুক্রবার।
২০০০-০১ মৌসুমের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইউরোপা লিগে নেমে গেছে বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে প্লে-অফের ফিরতি লেগে নাপোলিকে তাদের মাঠেই ৪-২ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোয় ওঠে কাতালান ক্লাবটি।
শেষ ষোলোর প্রথম লেগ হবে আগামী ১০ মার্চ। একই মাসের ১৭ তারিখ হবে ফিরতি লেগ। বার্সেলোনা প্রথম লেগ খেলবে ঘরের মাঠ কাম্প নউয়ে।
ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের পর প্রতিবেশী দেশ দুটির ক্লাব ও জাতীয় দলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের হোম ম্যাচগুলো ওই অঞ্চলের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে খেলার নির্দেশ দিয়েছে উয়েফা।
চলতি মৌসুমে একমাত্র রাশিয়ান দল হিসেবে এখনও ইউরোপিয়ান প্রতিযোগিতায় টিকে থাকা স্পার্তাক মস্কো শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মান ক্লাব লাইপজিগকে। স্বাভাবিকভাবে ঘরের মাঠে খেলতে পারবে না দলটি।
ইউরোপা লিগের শেষ ষোলোর লাইনআপ:
রেঞ্জার্স- রেড স্টার বেলগ্রেড
ব্রাগা-মোনাকো
পোর্তো- লিওঁ
আতালান্তা-বায়ার লেভারকুজেন
সেভিয়া-ওয়েস্ট হ্যাম ইউনাইটেড
বার্সেলোনা-গালাতাসারাই
লাইপজিগ-স্পার্তাক মস্কো
রিয়াল বেতিস-আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’