৮ মাসের জন্য মাঠের বাইরে ইউভেন্তুসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড

মৌসুমের বাকি অংশে কাইয়ো জর্জকে পাচ্ছে না ইউভেন্তুস। হাঁটুর অস্ত্রোপচারের কারণে প্রায় আট মাসের জন্য ছিটকে গেছেন ২০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2022, 05:51 PM
Updated : 24 Feb 2022, 05:51 PM

সেরি আর ক্লাবটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, জর্জের ডান হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে।

২০২১ সালের অগাস্টে স্বদেশের ক্লাব সান্তোস থেকে ইউভেন্তুসে যোগ দেন জর্জ। দলটির হয়ে চলতি মৌসুমে লিগে নয়টি ম্যাচ খেলা এই তরুণ গত বুধবার অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার সময় চোট পান।

লিগে ২৬ ম্যাচে ১৩ জয় ও আট ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইউভেন্তুস। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।

লিগে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী শনিবার এম্পোলির বিপক্ষে খেলবে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।