‘সেরাটা না দিতে পারলে লিডস আমাদের উড়িয়ে দেবে’

মৌসুমের এই সময়ে এসে প্রিমিয়ার লিগে দুই মেরুতে অবস্থান দুই দলের। লিভারপুল লড়ছে শিরোপার জন্য, সেখানে লিডস ইউনাইটেডের মূল চ্যালেঞ্জ অবনমন এড়ানো। তবে অ্যানফিল্ডের দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ মনে করেন, সতর্ক না থাকলে তাদের ভোগাতে পারে মার্সেলো বিয়েলসার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2022, 11:14 AM
Updated : 23 Feb 2022, 11:48 AM

লিগে ২৫ ম্যাচে ১৭ জয় ও ছয় ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে লিভারপুল। ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি, তবে তারা ম্যাচ খেলেছে একটি বেশি।

লিডসের বিপক্ষে জিতে ম্যানচেস্টারের দলটির সঙ্গে ব্যবধান আরও তিন পয়েন্ট কমিয়ে আনার সুযোগ রয়েছে ২০১৯-২০ মৌসুমের লিগ চ্যাম্পিয়নদের সামনে।

তবে কাজটা মোটেও সহজ হবে না বলেই মনে করেন ক্লপ। সদা আক্রমণাত্বক লিডসের কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন তিনি। ২৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে লিডস।

“লিডস পুরো মাঠ জুড়েই ম্যান-মার্ক করে। তাই মাঠে মনোযোগী না থাকলে লিডস আমাদের উড়িয়ে দেবে।”

“লিডস লিগে টিকে থাকার জন্য লড়াই করছে এবং তারা কখনোই হাল ছেড়ে দেয় না। আমাদের অনেক পরিশ্রম করতে হবে।”

গত আসরে নবম হওয়া দলটিকে হালকাভাবে না নিয়ে মাঠে শতভাগ ঢেলে দিয়ে ইতিবাচক ফলাফল তুলে নিতে চান ক্লপ।

“আমি বিশ্বাস করি, সমর্থকদের সঙ্গে একটি ইউনিট হিসেবে আমাদের হারানো কঠিন। সেভাবে খেলতে পারলে আমাদের জেতার সুযোগ রয়েছে। আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা শতভাগ উজাড় করে দিতে পারি।”

“আমরা যদি লড়াইয়ের জন্য প্রস্তুত না থাকি, আমাদের ভুগতে হবে।”

অ্যানফিল্ডে ম্যাচটি হবে বাংলাদেশ সময় বুধবার রাতে।