‘মেসিকে এখনও মিস করি আমরা’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2022 09:13 PM BdST Updated: 19 Feb 2022 09:13 PM BdST
-
লিওনেল মেসির সঙ্গে ফ্রেংকি ডি ইয়ং
লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর পেরিয়ে গেছে ছয় মাসের বেশি সময়। কিন্তু সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি তারা কাতালান ক্লাবটি। ক্লাবের ইতিহাসের মহাতারকাকে হারিয়ে যেন ধুঁকছে দলটি। ফ্রেংকি ডি ইয়ংয়ের কথায় সেটাই ফুটে উঠছে। সাতবারের বর্ষসেরা ফুটবলারের শূন্যতা এখনও তারা অনুভব করেন বলে জানালেন এই মিডফিল্ডার।
লা লিগার দলটিতে অনেক ছাড় দিয়ে হলেও নতুন চুক্তি করতে রাজি ছিলেন মেসি। কিন্তু ক্লাবের অর্থনৈতিক দৈন্যতা ও লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের কারণে শেষ পর্যন্ত ভেস্তে যায় সেই প্রক্রিয়া। অবশেষে বার্সেলোনার সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করে গত অগাস্টে পিএসজিতে যোগ দেন তিনি।
দীর্ঘ পথচলায় স্প্যানিশ দলটির হয়ে মেসি গড়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা। ৬৭২ গোল করে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি।
২০১৯ সালে বার্সেলোনায় যোগ দেওয়া ডি ইয়ংয়ের সুযোগ হয়েছিল মেসির সঙ্গে দুই মৌসুম খেলার। সময়ের সেরা ফুটবলারদের একজনের অনুপস্থিতি তাই নিজেও খুব ভালো করে বুঝতে পারছেন ডাচ মিডফিল্ডার। তার সাক্ষাৎকার নিয়ে দা গার্ডিয়ানের শনিবারের প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে।
“(মেসি বার্সেলোনা ছেড়ে যেতে পারেন) বিষয়টি আমি কখনোই গুরুত্ব দিয়ে ভাবিনি। তাই আসলেই এটি যখন ঘটল তখন আমার জন্য তা ছিল ধাক্কা।”
“এটা সবার জন্যই বড় আঘাত ছিল। আমরা এখনও তাকে মিস করি।”
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল