জয়ে ফিরল চট্টগ্রাম আবাহনী

দুই গোলে পিছিয়ে পড়ার পর শেষ দিকে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পেল স্বাধীনতা ক্রীড়া সংঘ। কিন্তু চট্টগ্রাম আবাহনীকে আটকাতে পারেনি তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2022, 12:23 PM
Updated : 19 Feb 2022, 12:23 PM

রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শনিবার ২-১ গোলে জিতেছে চট্টগ্রাম আবাহনী। টানা দুই ড্রয়ের পর জয়ে ফিরল মারুফুল হকের দল।

২৪তম মিনিটে চট্টগ্রাম আবাহনী এগিয়ে যায় পিটার থ্যাঙ্কগডের সফল স্পট কিকে। ৭১তম মিনিটে আফগান মিডফিল্ডার অমিদ পাপালজাই ব্যবধান দ্বিগুণ করেন।

৭৯তম মিনিটে জাহিদুল আলমের নৈপুণ্যে একমাত্র গোলটি পায় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে লিগ শুরু করা স্বাধীনতা।

জয়ের ম্যাচে চট্টগ্রাম আবাহনী শিবিরে হতাশা যোগ হয় উইলিয়াম এনকুলুলেকো লাল কার্ড দেখায়। ৮৫তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড।

চতুর্থ রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিগের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। গত দুই লিগের সেরা কিংস ৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

৮ করে পয়েন্ট তিন দলের-শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, মোহামেডান স্পোর্টিং ও চট্টগ্রাম আবাহনীর।

আরেক ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে উত্তর বারিধারা। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডয়ামে ম্যাচটি ২-১ গোলে জিতেছে তারা।

তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৮তম মিনিটে আরিফ হোসেন উত্তর বারিধারাকে এগিয়ে নেওয়ার পর ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুজন বিশ্বাস। শেষ দিকে ব্যবধান কমান জাপানিজ মিডফিল্ডার সোমা ওতানি।

দেশের ফুটবলের ঐতিহ্যবাহী দলগুলোর মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের অবস্থা এবারের লিগে সবচেয়ে শোচনীয়। চার ম্যাচের সবগুলোতে হেরে ১২ দলের পয়েন্ট টেবিলে তলানিতে তারা।

টানা দুই হারের পর আগের ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্টের খাতা খোলে উত্তর বারিধারা। এবার এই জয়ের পর চার ম্যাচে তাদের পয়েন্ট হলো ৪।