ইন্টারের মাঠে জিতে কাজ শেষ, ভাবছেন না ক্লপ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2022 05:14 PM BdST Updated: 17 Feb 2022 05:16 PM BdST
স্কোরলাইন দেখে যতোটা সহজ মনে হচ্ছে, ততটা সহজে জয়টা ধরা দেয়নি। তবে ইন্টার মিলানের মাঠ থেকে প্রথম লেগে ইতিবাচক ফলাফল নিয়ে ফেরাটা দ্বিতীয় লেগে অনেকটাই এগিয়ে দিয়েছে লিভারপুলকে। প্রিমিয়ার লিগের দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ অবশ্য মনে করছেন, তাদের কাজ সবে অর্ধেক শেষ হয়েছে। তার চোখে মিলানের দলটি বেশ বিপদজনক।
সান সিরোয় বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ২-০ গোলে জয় পেয়েছে লিভারপুল। দুটি গোল করেছেন রবের্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ।
ম্যাচের অনেকটা জুড়েই লিভারপুলকে চাপে রেখেছিল সেরি আ চ্যাম্পিয়নরা। দুই অর্ধে গোলের কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু কাজে লাগাতে পারেননি লাউতারো মার্তিনেসে, এদিন জেকোরা। এরপর অনেকটা খেলার ধারার বিপরীতে ৭৫তম মিনিটে অ্যানফিল্ডের দলটিকে এগিয়ে দেন ফিরমিনো। তার আট মিনিট পর ব্যবধান বাড়ান সালাহ।
প্রতিপক্ষের মাঠ থেকে জয়, পরের লেগ হবে ঘরের মাঠে, সব মিলিয়ে শেষ আটে জায়গা করে নেওয়ার কাজটা লিভারপুলের জন্য সহজই হওয়ার কথা। তবে ক্লপ মনে করছেন, এখনই এত দূর ভাবার সময় হয়নি। তাদের কাজ কেবল অর্ধেক সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লেগে ইন্টারের কাছ থেকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন তিনি।
“এটি (শেষ আটে জায়গা করে নেওয়া) এখনও ঝুঁকির মুখে আছে। এটা কেবল একটা বিরতি। আমরা মনে করছি না যে আমরা অর্ধেক পথ পারি দিয়ে ফেলেছি এবং নোঙ্গর ফেলতে পারি। আমাদের আবার তাদের জন্য প্রস্তুত হতে হবে। ইন্টার একটি ভালো দল। আমি আগে কখনও এভাবে বলিনি, ‘কাজ শেষ, টেবিলে পা রাখুন’। তাহলে এটা নিয়ে এখন কেন আমি ভিন্নভাবে ভাবব?”
“তারা শারীরিকভাবে খুবই শক্তিশালী দল। তারা বল নিয়ে আসলেই স্মার্ট খেলেছে। শুরুতে আমরা খুব ভালো খেলছি। আমি অবাক হইনি-তারা ভালো। এটা আমরা জানি। দ্বিতীয়ার্ধের (দ্বিতীয় লেগ) জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।”
ছিল ইন্টার মিলান, এই জয়ের মধ্য দিয়ে যার ইতি টেনে দিল লিভারপুল। সবশেষ ২০০৮ সালের মার্চে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছেই ১-০ গোলে হেরেছিল ইন্টার। ওই হারের আগে ইংলিশ দলের বিপক্ষে ঘরের মাঠে টানা ছয় ম্যাচ অপরাজিত ছিল সান সিরোর দলটি।
ভালো খেলেও হেরে হতাশ ইন্টার কোচ সিমোনে ইনজাগি। বললেন, নিজেদের সম্ভাবনা অনেকটাই কমে গেলেও পরের লেগে সম্ভাব্য সেরা খেলা উপহার দিতে চান তিনি।
“আমাদের এখন আর খুব বেশি আশা নেই তবে আমরা সম্ভাব্য সেরা ম্যাচ খেলতে অ্যানফিল্ডে যাব এবং দেখব কি হয়। আমরা জানতাম যে তারা (পজেশন না থাকা অবস্থায়) চেপে ধরবে, কিন্তু আমরাও এটি ভালোভাবেই করেছি এবং আমি মনে করি আমাদের একটি ভিন্ন ফলাফল প্রাপ্য ছিল।”
আগামী ৮ মার্চ অ্যানফিল্ডে হবে ফিরতি পর্বের লড়াই।
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
টিভি সূচি (বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২)
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার