রিয়ালের বিপক্ষে পিএসজি দলে নেইমার

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে বড় সুখবর পেল পিএসজি। চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নেইমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2022, 12:56 PM
Updated : 15 Feb 2022, 01:10 PM

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২ টায় শুরু হতে যাওয়া ম্যাচটির জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো। দুই মাসেরও বেশি সময় বাইরে থাকার পর দলে ফিরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গত ২৮ নভেম্বরে লিগ ওয়ানে সাঁত এতিয়েনের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে চোট পান নেইমার। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি। গোড়ালির ওই চোটের পর থেকে প্যারিসের দলটির ১৩টি ম্যাচ মিস করেছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার।

গত সপ্তাহে দলের অনুশীলনে যোগ দেন নেইমার। রিয়াল ম্যাচে নেইমারকে পাওয়া যাবে বলে আশার কথা গত সোমবার শুনিয়েছিলেন পচেত্তিনো।

রিয়ালের বিপক্ষে ‘হাইভোল্টেজ’ ম্যাচে নেইমারকে পাওয়াটা নিশ্চিতভাবেই পিএসজির শক্তি বাড়িয়ে দেবে অনেকটা। চোটে পড়ার আগে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ৩টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন সাবেক বার্সেলোনা তারকা।