ইন্দোনেশিয়ায় দলগত শুটিংয়ে বাংলাদেশের ব্রোঞ্জ

ইন্দোনেশিয়ায় ব্যক্তিগত সাফল্যের পর দেশকে দলগত পদক জয়েও পথ দেখালেন নাফিসা তাবাস্সুম। আইএসএসএফ গ্রাঁ প্রি’র ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত বিভাগে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2022, 11:47 AM
Updated : 11 Feb 2022, 11:47 AM

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার ১০ মিটার এয়ার রাইফেলের এই ইভেন্টে বাংলাদেশের দুটি দল অংশ নেয়, বাংলাদেশ ১ ও ২।

ব্রোঞ্জ পদকের জন্য আলাদা কোনো ম্যাচ হয়নি। চারটি করে দল নিয়ে হওয়া দুই সেমি-ফাইনালের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ৪৭ পয়েন্ট পেয়ে পদকটি জেতে নাফিসা ও আলি মোহাম্মদকে নিয়ে গড়া দল বাংলাদেশ ১।