জাকার্তায় ১০ মিটার এয়ার রাইফেলের সেমিতে শোভন ও রাব্বী

পারিবারিক ব্যস্ততায় ইন্দোনেশিয়ায় হওয়া আইএসএসএফ গ্রাঁ পি’তে অংশ নিতে পারছেন না তারকা শুটার আব্দুল্লাহ হেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলে তাই প্রত্যাশা ছিল শোভন চৌধুরী ও রাব্বী হাসান মুন্নাকে ঘিরে। দুজনে প্রতিদানও দিয়েছেন বাছাই পেরিয়ে সেমি-ফাইনালে উঠে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2022, 12:52 PM
Updated : 9 Feb 2022, 12:52 PM

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বুধবার বাছাইয়ে ৬২০.৮ স্কোর গড়ে ১৪ প্রতিযোগীর মধ্যে পঞ্চম হন শোভন। ষষ্ঠ হওয়া রাব্বীর স্কোর ৬২০.৩।

বাছাই পেরুনো আট জনের মধ্যে সবশেষ প্রতিযোগী সিঙ্গাপুরের মারাত ভেলেসো; ৬১৮ দশমিক ৩ স্কোর করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর (৬২৫.৯) করেছেন থাইল্যান্ডের শুটার নাপিস তোরতুংপানিচ।

শোভন চৌধুরী

৮ প্রতিযোগী দুই ভাগে ভাগ হয়ে দুটি সেমি-ফাইনালে খেলবেন। আরও তিন জনের সঙ্গে শোভন লড়বেন প্রথম সেমি-ফাইনাল বিভাগে; রাব্বী খেলবেন দ্বিতীয় সেমি-ফাইনাল বিভাগে।