ভ্রানিয়াসের গোলে স্বস্তির জয় কিংসের

প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলে ফেলল বসুন্ধরা কিংস। কিন্তু তাদের চেনা আগ্রাসী রূপের দেখা মিলল না। রবসন দি সিলভা রবিনিয়ো, সুমন রেজারা থাকলেন নিজেদের ছায়া হয়ে। গত লিগে কোনোমতে অবনমন এড়ানো উত্তর বারিধারাকে হারাতে ঘাম ছুটে গেল অস্কার ব্রুসনের দলের!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2022, 11:13 AM
Updated : 7 Feb 2022, 11:55 AM

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার ১-০ গোলে জিতেছে কিংস। স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে ২-১ গোলে হেরে লিগ শুরু করেছিল শিরোপাধারীরা।

গত লিগে ১৩ দলের মধ্যে ১১তম হওয়া উত্তর বারিধারার বিপক্ষে টানা জয়ের ধারা ধরে রাখল কিংস। গত মৌসুমে প্রথম লেগে ২-০ গোলে এবং দ্বিতীয় পর্বে ৬-০ ব্যবধানে জিতেছিল তারা।

দুটি পরিবর্তন এনে একাদশ সাজান ব্রুসন। সুমন রেজা ও মাশুক মিয়া জনির বদলে তৌহিদুল আলম সবুজ ও ইয়াসিন আরাফাতকে সুযোগ দেন তিনি।

শুরুর দিকে কিংসকে বেশ চাপে রাখা উত্তর বারিধারা এগিয়ে যেতে পারত পঞ্চদশ মিনিটে। মোস্তাফা খারাবার ফ্রি কিকে ছুটে গিয়ে বক্সে ঢুকে বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে একা পেয়েছিলেন সাইদস্তোন ফজিলভ। কিন্তু উজবেকিস্তানের এই ডিফেন্ডারের শট ব্লক করেন ইরানি ডিফেন্ডার খালিদ শাফিই।

২৭তম মিনিটে পাপন সিংয়ের থ্রু পাস ধরে দ্রুত ছুটছিলেন আরিফ হোসেন, কিন্তু বক্সে ঢোকার আগে স্লাইডিং ট্যাকলে উত্তর বারিধারার মিডফিল্ডারকে আটকান বিশ্বনাথ ঘোষ।

এরপরই প্রতি-আক্রমণে এগিয়ে যায় কিংস। ডান দিক থেকে মোহাম্মদ ইব্রাহিমের ক্রসে সবুজ হেড করার পর দূরের পোস্টে থাকা স্তইয়ান ভ্রানিয়াস নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন। লিগে কিংসের হয়ে গোলের খাতা খুললেন বসনিয়া-হার্জেগোভিনার ফরোয়ার্ড।

৪২তম মিনিটে গত লিগে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়োর ছোট পাস ধরে শাফিই বক্সে ক্রস বাড়ান। কিন্তু ইব্রাহিমের হেড যায় বাইরে।

প্রথমার্ধের যোগ করা সময়ে বিশ্বনাথের আড়াআড়ি ক্রস গোলরক্ষক সাইফুল ইসলাম খানের গ্লাভস গলে বেরিয়ে যেতে বসেছিল, ছুটে যাওয়া সবুজ বলের নাগাল পাওয়ার আগেই দ্বিতীয় প্রচেষ্টায় নিয়ন্ত্রণ নেন তিনি।

দ্বিতীয়ার্ধেও কিংসের খেলায় ফেরেনি চেনা ধার। শেষ ২০ মিনিটে অবশ্য ব্যবধান বাড়ানোর কিছু সুযোগ পেয়েছিল তারা, কিন্তু কাজে লাগাতে পারেনি। ৭০তম মিনিটে রবিনিয়োর ফ্রি কিকে শাফিইয়ের হেড বাইরের জাল কাঁপায়। পরের মিনিটে উত্তর বারিধারার পাপনের শট সরাসরি জমে যায় গোলরক্ষক আনিসুর রহমান জিকোর গ্লাভসে।

সাত মিনিট পর ভ্রানিয়াসের জোরাল শট শুয়ে পড়ে ব্লক করে ব্যবধান দ্বিগুণ হতে দেননি ফজিলভ। ৮৩তম মিনিটে সোহেল রানার থ্রু পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে রবিনিয়োর শট ফেরান বদলি গোলরক্ষক আজাদ হোসেন।

৯০তম মিনিটে রবিনিয়োর ফ্রি কিকে বক্সে বুক দিয়ে বল নামিয়ে ঠিকঠাক শট নিতে পারেননি ওবায়দুর রহমান নবাব। কাতার প্রবাসী এই ফরোয়ার্ডের দুর্বল চিপ শট সহজে আটকান বলের লাইনে থাকা আজাদ।

লিগে টানা দ্বিতীয় ম্যাচ হারল উত্তর বারিধারা। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে ২-১ হেরে লিগ শুরু করেছিল তারা।