চেলসি শিবিরে বড় ধাক্কা

ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালের আগে বড় ধাক্কা খেয়েছে চেলসি। চোটে পড়েছেন তাদের তিন খেলোয়াড় ম্যাসন মাউন্ট, সেসার আসপিলিকুয়েতা ও হাকিম জিয়াশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2022, 07:42 PM
Updated : 6 Feb 2022, 07:42 PM

এফএ কাপের চতুর্থ রাউন্ডে শনিবার প্লাইমাউথ আর্গায়েলের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে চোট পান তারা।

ওই ম্যাচে চেলসির ডাগআউটে থাকা সহকারী কোচ মিশেল আরনোস জানিয়েছেন, ম্যাচটিতে একটি গোল করা ডিফেন্ডার আসপিলিকুয়েতা চোট পেয়েছেন হ্যামস্ট্রিংয়ে। দুই মিডফিল্ডার মাউন্ট ও জিয়াশের চোটের ধরন নিয়ে অবশ্য পরিষ্কার করে কিছু বলেননি তিনি।

এই তিন জনেরই ক্লাব বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এফএ কাপের ম্যাচটিতে ছিলেন না চেলসির প্রধান কোচ টমাস টুখেল। বুধবার ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে আল হিলালের বিপক্ষেও তার ডাগআউটে থাকার সম্ভাবনা ক্ষীণ।

ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে রোববার আল জাজিরাকে ৬-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় এশিয়ান চ্যাম্পিয়ন আল হিলাল।