কোভিডে আক্রান্ত চেলসির টুখেল

ক্লাব বিশ্বকাপের আগে করোনাভাইরাস হানা দিয়েছে চেলসি শিবিরে। আক্রান্ত হয়েছেন দলটির কোচ টমাস টুখেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2022, 03:34 PM
Updated : 5 Feb 2022, 03:34 PM

এক বিবৃতিতে শনিবার বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

চেলসি জানিয়েছে, টুখেল আইসোলেশনে থাকবেন এবং আগামী সপ্তাহে দলের সঙ্গে তার আবুধাবিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এফএ কাপের চতুর্থ রাউন্ডে শনিবার প্লাইমাউথ আর্গায়েলের বিপক্ষে ম্যাচের পর আবুধাবির উদ্দেশে রওনা দেবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।

ক্লাব বিশ্বকাপে চেলসি আগামী বুধবার সেমি-ফাইনালে সংযুক্ত আরব আমিরাত প্রো লিগের দল আল জাজিরা কিংবা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী আল হিলালের মুখোমুখি হবে। শেষ চারের ম্যাচটি হবে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে।

সেমির বাধা টপকে ফাইনালে জায়গা করে নিলে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আবুধাবিতে থাকবে চেলসি। সবশেষ ২০১২ সালে ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলেছিল তারা, সেবার ব্রাজিলিয়ান দল করিন্থিয়ানসের কাছে ১-০ গোলে হেরেছিল স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।