বিশ্বকাপে জায়গা পাকা দক্ষিণ কোরিয়ার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2022 12:27 AM BdST Updated: 02 Feb 2022 12:55 AM BdST
প্রস্তুত মঞ্চে সম্ভাবনাকে পূর্ণতা দিতে কোনো ভুল করেনি দক্ষিণ কোরিয়া। সিরিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ২০০২ আসরের সেমি-ফাইনালিস্ট দলটি।
সিরিয়ার মাঠে মঙ্গলবার রাতে বাছাইপর্বে ‘এ’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে পাওলো বেন্তোর দল।
ম্যাচের দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। কিম জিন-সুর গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর চাং-হুনের লক্ষ্যভেদে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।
এই নিয়ে টানা দশমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল দেশটি। বিশ্ব মঞ্চে তাদের সেরা সাফল্য ২০০২ আসরে; জাপানের সঙ্গে সেবারের যৌথ আয়োজনের প্রতিযোগিতায় তারা চতুর্থ হয়েছিল।
এবারের বাছাই পেরিয়ে এশিয়ার দ্বিতীয় দল হিসেবে মূল পর্বে উঠল দক্ষিণ কোরিয়া। গত বৃহস্পতিবার এই অঞ্চল থেকে প্রথম হিসেবে বিশ্বকাপের টিকেট কাটে ইরান।
দিনের আরেক ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১-০ গোলে হারানো ইরান আট ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ কোরিয়া।
সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত।
আরেক ম্যাচে লেবানন ও ইরাক ১-১ ড্র করায় দুই দলেরই তৃতীয় হওয়ার সম্ভাবনা আরেকটু ফিকে হয়েছে। লেবানন ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ ও ইরাক ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।
‘বি’ গ্রুপের লড়াই দারুণ জমে উঠেছে। এদিনের প্রথম ম্যাচেই সৌদি আরবকে ২-০ গোলে হারিয়েছে জাপান। এতে দুই দলের মাঝে এখন ব্যবধান ১ পয়েন্ট।
আট ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে সৌদি আরব। ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জাপান।
ওমানের মাঠে ২-২ ড্র করা অস্ট্রেলিয়া সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।
পয়েন্ট টেবিলের প্রথম তিন দলেরই সরাসরি বিশ্বকাপে জায়গা পাকা করার সুযোগ আছে।
এশিয়া অঞ্চলের বাছাইয়ে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সরাসরি বিশ্বকাপে খেলবে। তৃতীয় হওয়া দুই দল নিজেদের মধ্যে খেলার পর বিজয়ী দল আরেকটি প্লে-অফে লড়বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম দলের সঙ্গে।
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’