৫ বছরের চুক্তিতে লিভারপুলে দিয়াস

মৌসুমের মাঝপথে দলে শক্তি বাড়াল লিভারপুল। পোর্তো থেকে কলম্বিয়ার উইঙ্গার লুইস দিয়াসকে দলে টানল ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2022, 01:43 PM
Updated : 30 Jan 2022, 01:43 PM

প্রিমিয়ার লিগের ক্লাবটি রোববার এক বিবৃতিতে ২৫ বছর বয়সী এই ফুটবলারকে ‘দীর্ঘমেয়াদে’ দলে ভেড়ানোর বিষয়টি জানায়। বিবিসির খবর, চুক্তিটা পাঁচ বছরের এবং এজন্য অ্যানফিল্ডের দলটির খরচ হতে পারে সাড়ে চার কোটি ইউরো।

কলম্বিয়ার হয়ে ৩১ ম্যাচে সাত গোল করা দিয়াস হলেন জানুয়ারির দলবদলে কেনা লিভারপুলের প্রথম খেলোয়াড়।

বর্তমানে তিনি জাতীয় দলের সঙ্গে আছেন। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। এরপর নতুন ঠিকানায় আসবেন দিয়াস।

২০১৯ সালে স্বদেশের ক্লাব আতলেতিকো জুনিয়র থেকে তিনি পোর্তোয় যোগ দেন। পর্তুগিজ দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২৫ ম্যাচ খেলে গোল করেন ৪১টি। নিজের প্রথম মৌসুমে দলটির লিগ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

গত বছর কোপা আমেরিকায় চার গোল করে লিওনেল মেসির সঙ্গে আসরের সর্বোচ্চ গোলদাতা ছিলেন দিয়াস। জায়গা করে নিয়েছিলেন টুর্নামেন্ট সেরা দলে।

২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির থেকে তারা পিছিয়ে ৯ পয়েন্টে।

আন্তর্জাতিক বিরতি শেষে আগামী ৬ ফেব্রুয়ারি অ্যানফিল্ডে এফএ কাপের চতুর্থ রাউন্ডে কার্ডিফ সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে ক্লপের দল।