‘নিষিদ্ধ’ মিলিতাওকে রিয়ালে ফিরিয়ে দিল ব্রাজিল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2022 04:36 PM BdST Updated: 29 Jan 2022 04:36 PM BdST
আন্তর্জাতিক বিরতি শেষের আগেই ব্রাজিল দল থেকে রিয়াল মাদ্রিদে ফিরে যাচ্ছেন এদের মিলিতাও। বিশ্বকাপ বাছাইয়ের আসছে ম্যাচে নিষিদ্ধ থাকায় এই ডিফেন্ডারকে ছেড়ে দিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
গত বৃহস্পতিবার লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে একুয়েডরের বিপক্ষে ব্রাজিলের ১-১ ড্র ম্যাচে শুরুর একাদশে ছিলেন মিলিতাও। সেখানেই পরের ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পান তিনি।
তাই ব্রাজিল কোচ তিতে অনুমতি দিয়েছেন মিলিতাওকে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে স্পেনে ফিরে যাওয়ার জন্য।
রিয়াল আগামী ৩ ফেব্রুয়ারি কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে খেলবে আথলেতিক বিলবাওর বিপক্ষে। আন্তর্জাতিক বিরতির আগে স্প্যানিশ দলটির সঙ্গে যোগ দেওয়ায় এই ম্যাচকে সামনে রেখে বাড়তি প্রস্তুতির সুযোগ পেতে যাচ্ছেন মিলিতাও।
তবে ব্রাজিল দলে থাকা রিয়ালের মিডফিল্ডার কাসেমিরো, ফরোয়ার্ড রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র আন্তর্জাতিক বিরতির শেষ পর্যন্তই থাকবেন দলের সঙ্গে। আগামী বুধবার এই তিন জনের মাদ্রিদে ফিরে যাওয়ার কথা রয়েছে।
গত বুধবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের পরিচালক জুনিনিয়ো জানিয়েছিলেন, রিয়াল অনুরোধ করেছিল ব্রাজিল দলে থাকা তাদের খেলোয়াড়দের আগে ছেড়ে দিতে, যা তারা নাকচ করে দেন।
ঘরের মাঠে বাংলাদেশ সময় আগামী বুধবার প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে তিতের দল।
লাতিন আমেরিকা থেকে
সবার আগে কাতারের টিকেট নিশ্চিত করা ব্রাজিল ১৪ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট
নিয়ে আছে শীর্ষে।
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
-
নাদালের রেকর্ড ছোঁয়ার অভিযানে জোকোভিচের আরেক জয়
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রোলাঁ গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প