গত বৃহস্পতিবার লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে একুয়েডরের বিপক্ষে ব্রাজিলের ১-১ ড্র ম্যাচে শুরুর একাদশে ছিলেন মিলিতাও। সেখানেই পরের ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পান তিনি।
তাই ব্রাজিল কোচ তিতে অনুমতি দিয়েছেন মিলিতাওকে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে স্পেনে ফিরে যাওয়ার জন্য।
রিয়াল আগামী ৩ ফেব্রুয়ারি কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে খেলবে আথলেতিক বিলবাওর বিপক্ষে। আন্তর্জাতিক বিরতির আগে স্প্যানিশ দলটির সঙ্গে যোগ দেওয়ায় এই ম্যাচকে সামনে রেখে বাড়তি প্রস্তুতির সুযোগ পেতে যাচ্ছেন মিলিতাও।
তবে ব্রাজিল দলে থাকা রিয়ালের মিডফিল্ডার কাসেমিরো, ফরোয়ার্ড রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র আন্তর্জাতিক বিরতির শেষ পর্যন্তই থাকবেন দলের সঙ্গে। আগামী বুধবার এই তিন জনের মাদ্রিদে ফিরে যাওয়ার কথা রয়েছে।
গত বুধবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের পরিচালক জুনিনিয়ো জানিয়েছিলেন, রিয়াল অনুরোধ করেছিল ব্রাজিল দলে থাকা তাদের খেলোয়াড়দের আগে ছেড়ে দিতে, যা তারা নাকচ করে দেন।
ঘরের মাঠে বাংলাদেশ সময় আগামী বুধবার প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে তিতের দল।
লাতিন আমেরিকা থেকে সবার আগে কাতারের টিকেট নিশ্চিত করা ব্রাজিল ১৪ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।