চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচ নিষিদ্ধ সিটির ওয়াকার

চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে লাল কার্ড দেখায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার কাইল ওয়াকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2022, 05:20 PM
Updated : 28 Jan 2022, 05:20 PM

এক বিবৃতিতে শুক্রবার বিষয়টি জানিয়েছে উয়েফা।

ইউরোপ সেরার মঞ্চে গত ৭ ডিসেম্বর প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরে যায় প্রিমিয়ার লিগের ক্লাবটি। ওই ম্যাচের ৮২তম মিনিটে আন্দ্রে সিলভাকে ফাউল করে বহিষ্কার হন ওয়াকার।

গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হওয়া পেপ গুয়ার্দিওলার দল শেষ ষোলোয় খেলবে পর্তুগিজ ক্লাব স্পোর্তিং লিসবনের বিপক্ষে। দুই লেগেই ওয়াকারকে ছাড়া খেলতে হবে ইতিহাদের দলটিকে।

সিটি কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিলে প্রথম লেগও মিস করবেন এই ইংলিশ ফুলব্যাক।

বহিষ্কার হওয়ার ওই ঘটনায় ইংলিশ খেলোয়াড়দের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখেন ৩১ বছর বয়সী ওয়াকার। অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পল স্কোলসের; ২০০৭ সালে ৩২ বছর ১৩৯ দিন বয়সে রোমার বিপক্ষে তেতো এই অভিজ্ঞতা হয়েছিল তার।