ফর্টিজে ক্যাম্প করার ভাবনা কাবরেরার
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2022 05:39 PM BdST Updated: 27 Jan 2022 05:39 PM BdST
বিভিন্ন ক্লাব ও একাডেমি পরিদর্শনের ধারাবাহিকতায় এবার ফর্টিজ একাডেমিতে গেলেন হাভিয়ের কাবরেরা। সেখানকার পরিবেশ এবং আনুসাঙ্গিক সুযোগ-সুবিধা দেখে খুশি জাতীয় দলের নতুন কোচ। মার্চের ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার আগে সম্ভব হলে ফর্টিজে জাতীয় দলের ক্যাম্প হতে পারে বলেও মনে করেন এই স্প্যানিশ কোচ।
এই জানুয়ারিতেই ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল জামাল-জিকোদের। কিন্তু খেলোয়াড়দের সবাই কোভিড-১৯ টিকা না নেওয়ায় ইন্দোনেশিয়া সফর বাতিল হয়ে যায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাই উদ্যোগ নিয়েছে মার্চের ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার।
আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের। কাবরেরা লিগে নতুন শিষ্যদের পারফরম্যান্স দেখার আগে বিভিন্ন ক্লাব ঘুরে সেখানকার পরিবেশ, খেলোয়াড়দের অনুশীলনসহ নানা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন।
বেরাইদার ফর্টিজ একাডেমি ঘুরে দেখে সন্তুষ্ট কাবরেরা। জাতীয় দলের ক্যাম্পের জন্য এখানকার পরিবেশ মনে ধরেছে তার।
“ফর্টিজ একাডেমিতে আসার অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে, আমি এখানকার মাঠের অবস্থা দেখতে চেয়েছি। জাতীয় দলের ক্যাম্প এখানে করা যায় কি-না, সম্ভাব্য সুবিধাগুলো আছে কি-না, সেটা দেখতে চেয়েছি।”
“মার্চে ফিফা উইন্ডো আছে। তখন কিছু ম্যাচ খেলার লক্ষ্য আছে আমাদের। এ জন্য আমি আগেই ক্যাম্প করতে চাই। ক্যাম্পের ভেন্যু হিসেবে ফর্টিজ একাডেমি একটা বিকল্প হতে পারে। এছাড়া ঢাকার বাইরে সিলেট বা চট্টগ্রাম যেখানে আবাসন এবং অনুশীলন মাঠের পর্যাপ্ত সুবিধা আছে, সেখানেও হতে পারে।”
মোটামুটি সব খেলোয়াড়ের সঙ্গেই ব্যক্তিগতভাবে যোগাযোগ শুরু করে দিয়েছেন কাবরেরা। অস্ত্রোপচারের জন্য ভারতে থাকা জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনের সঙ্গেও কথা হয়েছে বলে জানালেন এই স্প্যানিশ কোচ।
“তপুর সঙ্গে কথা বলেছি। তার পরিস্থিতি কেমন, অস্ত্রোপচার কেমন হলো, সেসব বিষয়ে জানতে চেয়েছি। কথা বলে মনে হয়েছে দ্রুত রিকভারির ব্যাপারে সে খুব ইতিবাচক। আমিও তাকে আশ্বস্ত করেছি, তার বিষয়ে আমি খোঁজ রাখছি এবং তাকে ইতিবাচক বার্তা দিয়েছি।”
-
ব্যালন ডি’অর জয়ে প্রমাণের আর কিছু দেখেন না বেনজেমা
-
আগামী বছরের ফাইনালের জন্য হোটেল বুকিং দিতে বললেন ক্লপ
-
কোর্তোয়ার আশা, প্রাপ্য সম্মান এবার পাবেন তিনি
-
‘রিয়াল গোল করতে পেরেছে, আমরা পারিনি’
-
অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
-
টিভিতে আজ
-
দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
-
বিশ্বাস করতে পারছি না: আনচেলত্তি
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)