ডাগআউটে স্কালোনিকে ছাড়াই চিলির সামনে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2022 04:05 PM BdST Updated: 28 Jan 2022 01:59 PM BdST
-
বুধবার অনুশীলনে দলের সঙ্গে লিওনেল স্কালোনি। ছবি: রয়টার্স।
বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে ডাগআউটে লিওনেল স্কালোনিকে পাচ্ছে না আর্জেন্টিনা। কোভিড পজিটিভ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনও আনুষ্ঠানিকভাবে নেগেটিভ হতে পারেননি আর্জেন্টিনা কোচ।
প্রধান কোচের সঙ্গে সহকারী পাবলো আইমারকেও শুক্রবারের এই ম্যাচে পাচ্ছে না আর্জেন্টিনা। কোভিড আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় আইমারও ঘরবন্দি জীবন কাটাচ্ছেন, বুধবার সংবাদ সম্মেলনে জানান স্কালোনি।
তাদের জায়গায় এই ম্যাচে কোচিং স্টাফে দায়িত্ব পালন করবেন ওয়াল্টার সামুয়েল, রবের্তো আয়ালা ও দিয়েগো প্লাসেন্তে।
বুধবার দলের অনুশীলন ঠিকই পরিচালনা করেন স্কালোনি। তার দাবি, লম্বা সময় আইসোলেশনে থাকার পরও কোভিড নেগেটিভ হতে পারেননি তিনি।
“একজনের সংস্পর্শে আসায় পাবলো (আইমার) ঘরে আটকা আছে বেশ কিছুদিন ধরে। আমি আইসোলেশন পূর্ণ করেছি কিছুদিন আগেই, কিন্তু পজিটিভ রয়ে গেছি। চিলিতে ঢুকতে নেগেটিভ হতে হয়।”
স্কালোনি জানান, মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তেরও কোভিডে আক্রান্ত হয়েছেন। তার সংস্পর্শে আসায় ছিটকে গেছেন ফরোয়ার্ড এমিলিয়ানো বুয়েন্দিয়া।
লাতিন আমেরিকার বাছাইয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
চিলির পর নিজেদের পরবর্তী ম্যাচে আগামী মঙ্গলবার ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
লাতিন অঞ্চলের বাছাইয়ে ১৩ ম্যাচে ৮ জয় ও পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বর স্থানে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।
-
ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
-
টিভিতে আজ
-
পেশাদার বক্সিং: নেপালের ভারতকে হারিয়ে সেরা বাংলাদেশের আল আমিন
-
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বার্সেলোনা
-
কাবরেরার ‘কনসেপ্ট’ একই, ‘টেকনিক’ ভিন্ন
-
বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
-
কাতার বিশ্বকাপে থাকছে নারী রেফারি
-
প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ হকি দল
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ‘৫/৬ দিনের মধ্যে’ জানাবেন প্রধানমন্ত্রী