করোনাভাইরাসে আক্রান্ত আতলেতিকোর ওবলাক

করোনাভাইরাস হানা দিয়েছে লা লিগা চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ শিবিরে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের প্রথম পছন্দের গোলরক্ষক ইয়ান ওবলাক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2022, 01:45 PM
Updated : 25 Jan 2022, 01:45 PM

মাদ্রিদের দলটি মঙ্গলবার এক বিবৃতিতে ২৯ বছর বয়সী এই ফুটবলারের কোভিড পজিটিভ হওয়ার খবর জানায়।

চলতি মৌসুমে আতলেতিকোর হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ওবলাককে এখন আইসোলেশনে থাকতে হবে।

তবে তার ছিটকে যাওয়াটা বড় চিন্তার কারণ হওয়ার কথা নয় ক্লাবের জন্য। আন্তর্জাতিক বিরতির পর আতলেতিকোর পরের ম্যাচের আগে ১২ দিন সময় আছে। ধারণা করা হচ্ছে, আগামী ৬ ফেব্রুয়ারী বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি ওবলাক খেলতে পারবেন।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ওবলাক  কঠোরভাবে স্পেনের স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশ মেনে চলছেন।

২০২১-২২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ ম্যাচে শুরুর একাদশে ছিলেন ওবলাক। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তার চেয়ে বেশি ম্যাচে শুরুর একাদশে ছিলেন কেবল চেলসির আন্টোনিও রুডিগার (৩১) ও লিলের জোসে ফন্তে (৩১)।

লিগে ২১ ম্যাচে ১০ জয় ও ছয় ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে আছে দিয়েগো সিমেওনের দল। এক ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদ ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে।