ইউক্রেইনের ক্লাবটির দাবি, ফিফার সিদ্ধান্তের জন্য তাদের প্রায় ৪ কোটি ইউরো ক্ষতি হয়েছে।
চতুর্থ বাছাই সিৎসিপাস মেলবোর্নে সোমবার রাতে শেষ ষোলোর ম্যাচটি জেতেন ৪-৬, ৬-৪, ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে।
২৩ বছর বয়সী সিৎসিপাস তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে উঠলেন। গত বছরের ফরাসি ওপেনের রানার্সআপ এই গ্রিক সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে ইতালির একাদশ বাছাই ইয়ানিক জিনার মুখোমুখি হবেন।
শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার আলেক্স দে মিনাউরকে ৭-৬ (৭-৩), ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো মেলবোর্নে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন জিনা।
মেয়েদের এককে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন দ্বিতীয় বাছাই ২৩ বছর বয়সী আরিনা সাবালেঙ্কা। বেলারুশের এই খেলোয়াড়কে ৫-৭, ৬-২, ৭-৬ (১০-৭) গেমে হারান এস্তোনিয়ার ৩৬ বছর বয়সী কাইয়া কানেপি।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ১১৫ নম্বরে থাকা কানেপি মেলবোর্নে প্রথমবার শেষ আটে উঠলেন।