বেনজেমার বাড়িতে ফের ডাকাতি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2022 08:15 PM BdST Updated: 24 Jan 2022 08:15 PM BdST
এলচের বিপক্ষে ম্যাচটা এমনিতেই ভালো কাটেনি করিম বেনজেমার। মিস করেছেন পেনাল্টি। চোট শঙ্কায় মাঠ ছাড়তে হয়েছে আগেভাগে। আর ম্যাচের পর রিয়াল মাদ্রিদ তারকাকে শুনতে হয়েছে দুঃসংবাদ। ম্যাচ চলাকালীন ডাকাতি হয়েছে তার বাড়িতে।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার লা লিগায় ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে রিয়ালের শুরুর একাদশে ছিলেন বেনজেমা। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন কোচ।
ফরাসি ফরোয়ার্ডের বাড়িতে ডাকাতি হওয়ার কথা পরদিন জানায় স্থানীয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় বিকেল ৩টা থেকে রাত ৭টার মধ্যে মাদ্রিদের শহরতলি সান সেবাস্তিয়ান দে লস রেয়েসে খালি বাড়িতে ঘটনাটি ঘটেছে, বেনজেমা ও তার পরিবার ম্যাচ শেষে ফেরার আগে।
২০১৯ সালেও একবার বেনজেমার বাড়িতে ডাকাতি হয়েছিল। সেই বছরের ফেব্রুয়ারিতে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ চলাকালীন ওই ডাকাতির ঘটনার সঙ্গে এবারেরটা জড়িত কি-না, পুলিশ তা তদন্ত করে দেখছে।
চুরি হওয়া জিনিসপত্রের মূল্য সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
সাম্প্রতিক সময়ে ইউরোপে খেলোয়াড়দের বাড়িতে ডাকাতির ঘটনা এটাই প্রথম নয়। গত ডিসেম্বরে নিজ বাড়িতে ডাকাতির সময় লাঞ্ছিত হয়েছিলেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার জোয়াও কানসেলো ও বেনফিকা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।
স্পেনে বিভিন্ন সময়ে বাড়িতে ডাকাতির শিকার হয়েছেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ পিকে ও ফরোয়ার্ড আনসু ফাতি।
-
রিয়ালে এটাই ছিল আমার শেষ ম্যাচ: মার্সেলো
-
‘এমবাপে বিষয়টি এখন অতীত, সময়টা উৎসবের’
-
হঠাৎ মোহামেডানকে বিদায় বললেন কোচ শন লেন
-
ইন্দোনেশিয়াকে হারিয়ে পাকিস্তানকে পেল বাংলাদেশ
-
ব্যালন ডি’অর জয়ে প্রমাণের আর কিছু দেখেন না বেনজেমা
-
আগামী বছরের ফাইনালের জন্য হোটেল বুকিং দিতে বললেন ক্লপ
-
কোর্তোয়ার আশা, প্রাপ্য সম্মান এবার পাবেন তিনি
-
‘রিয়াল গোল করতে পেরেছে, আমরা পারিনি’
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- মার্সেলোর ক্যারিয়ার আমার চেয়েও ভালো: কার্লোস