আক্রমণভাগের মলিনতায় মিলান-ইউভেন্তুস ড্র
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2022 03:51 AM BdST Updated: 24 Jan 2022 04:33 AM BdST
পাওলো দিবালা, আলভারো মোরাতায় সাজানো ইউভেন্তুসের আক্রমণভাগ জ্বলে উঠতে পারল না। চোট পেয়ে জ্লাতান ইব্রাহিমোভিচ মাঠ ছাড়ার পর রাফায়েল লেয়াও, অলিভিয়ে জিরুদও পারলেন না এসি মিলানকে গোল এনে দিতে। আক্রমণভাগের বিবর্ণতায় পয়েন্ট ভাগাভাগি করল দুই দল।
সান সিরোয় রোববার রাতে সেরি আর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। লিগে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার তৃপ্তি সঙ্গী হলেও শিরোপা লড়াই থেকে আরও দূরে সরে গেল ইউভেন্তুস। স্বস্তির ড্রয়ে মিলান শিরোপার দৌড়ে টিকে রইল ভালোভাবেই।
২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মিলান।
২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান।

অষ্টাদশ মিনিটে ইব্রাহিমোভিচের সঙ্গে বল দেওয়া নেওয়া করে লেয়াওয়ের শট ঝাঁপিয়ে ফেরান ইউভেন্তুস গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। পোস্টে এটাই ছিল মিলানের প্রথম আক্রমণ।
আগের ম্যাচে স্পেৎসিয়ার কাছে হেরে আসা মিলান ২৭তম মিনিটে বড় ধাক্কা খায় চোট পেয়ে ইব্রাহিমোভিচ মাঠ ছাড়লে। বদলি নামেন আন্তে রেবিচ। এরপর ইউভেন্তুসের আক্রমণে কিছুটা গতি আসে, কিন্তু দিবালা-মোরাতারা পারেননি প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে।

দ্বিতীয়ার্ধে মিলানের আক্রমণে ধার বাড়ে। ৫১তম মিনিটে ইউভেন্তুসের মোরাতার হেড খুঁজে পায়নি ঠিকানা। পাঁচ মিনিট পর জিরুদের পাস ধরে মিলানের লেয়াওয়ের ডান পায়ের শট ফেরান গোলরক্ষক। একটু পর থিও এরনঁদেজের শট, জিরুদের হেড ফিরিয়ে ইউভেন্তুসের ত্রাতা স্ট্যাসনি।
এরপর সময় কেবল গড়িয়েছে। দুই দলের আক্রমণভাগের মলিনতা কাটেনি। বিস্ময়কর হলেও সত্যি, ৮ শটের মধ্যে মিলানের পোস্টে কোনোটিই রাখতে পারেনি ইউভেন্তুস।
এ নিয়ে মিলানের বিপক্ষে সেরি আয় টানা তিন ম্যাচ জয়হীন থাকল ইউভেন্তুস। আগের দুই ম্যাচের প্রথমটিতে ৩-০ গোলে হারের পর ১-১ ড্র করেছিল তুরিনের দলটি।
-
পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
-
এমবাপে বললেন, পিএসজিতেই থাকছেন তিনি
-
স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা
-
ইপিএলের সেরা খেলোয়াড় ডে ব্রুইনে
-
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে নিজের মিল দেখছেন কাফু
-
কোয়াড্রপল জয়ের আশায় সালাহ, ‘চাপ নেই’ বলছেন ক্লপ
-
প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ
-
কলকাতায় ২-০ গোলে পিছিয়ে বিরতিতে বসুন্ধরা কিংস
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!