তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন মার্সেলো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2022 03:33 PM BdST Updated: 22 Jan 2022 04:39 PM BdST
কোপা দেল রের শেষ ষোলোতে লাল কার্ড দেখায় বড় শাস্তি পেয়েছেন মার্সেলো। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।
সরাসরি লাল কার্ড দেখার জন্য এক ম্যাচের সঙ্গে মার্সেলোকে বাড়তি দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রেফারিকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করার জন্য।
গত বৃহস্পতিবার অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে এলচেকে ২-১ গোলে হারায় কার্লো আনচেলত্তির দল। ১০২তম মিনিটে নিজেদের ডি-বক্সের বাইরে প্রতিপক্ষের তেতে মরেন্তেকে ফাউল করে লাল কার্ড দেখেন মার্সেলো।
মার্সেলোর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে কেবল কোপা দেল রেতে। ফলে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের পাশাপাশি রিয়াল দুই লেগের সেমি-ফাইনালে জায়গা করে নিলে তাও মিস করবেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার।
মার্সেলোকে দুই হাজার ২৫০ ইউরো জরিমানাও করা হয়েছে, এর এক হাজার ৩০০ ইউরো রেফারির সিদ্ধান্তে আপত্তি জানানোয়।
প্রতিযোগিতার শেষ আটের লড়াইয়ে আগামী ১, ২ অথবা ৩ ফেব্রুয়ারি সান সামেসে বিলবাওয়ের বিপক্ষে খেলবে রিয়াল।
-
পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
-
এমবাপে বললেন, পিএসজিতেই থাকছেন তিনি
-
স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা
-
ইপিএলের সেরা খেলোয়াড় ডে ব্রুইনে
-
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে নিজের মিল দেখছেন কাফু
-
কোয়াড্রপল জয়ের আশায় সালাহ, ‘চাপ নেই’ বলছেন ক্লপ
-
প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ
-
কলকাতায় ২-০ গোলে পিছিয়ে বিরতিতে বসুন্ধরা কিংস
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!