একটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ কারও গোটা ক্যারিয়ারকে ফুটিয়ে তুলতে পারে না, বলছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ড ব্রুইনে।
সরাসরি লাল কার্ড দেখার জন্য এক ম্যাচের সঙ্গে মার্সেলোকে বাড়তি দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রেফারিকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করার জন্য।
গত বৃহস্পতিবার অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে এলচেকে ২-১ গোলে হারায় কার্লো আনচেলত্তির দল। ১০২তম মিনিটে নিজেদের ডি-বক্সের বাইরে প্রতিপক্ষের তেতে মরেন্তেকে ফাউল করে লাল কার্ড দেখেন মার্সেলো।
মার্সেলোর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে কেবল কোপা দেল রেতে। ফলে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের পাশাপাশি রিয়াল দুই লেগের সেমি-ফাইনালে জায়গা করে নিলে তাও মিস করবেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার।
মার্সেলোকে দুই হাজার ২৫০ ইউরো জরিমানাও করা হয়েছে, এর এক হাজার ৩০০ ইউরো রেফারির সিদ্ধান্তে আপত্তি জানানোয়।
প্রতিযোগিতার শেষ আটের লড়াইয়ে আগামী ১, ২ অথবা ৩ ফেব্রুয়ারি সান সামেসে বিলবাওয়ের বিপক্ষে খেলবে রিয়াল।