বক্সার মোশাররফ ও দাবাড়ু রানী হামিদের পাশে প্রধানমন্ত্রী
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2022 08:27 PM BdST Updated: 19 Jan 2022 08:27 PM BdST
২০১৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে চলার শক্তি হারানো বক্সার মোশাররফ হোসেনের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়ান গেমসে দেশকে প্রথম পদক এনে দেওয়া এই বক্সার পেয়েছেন ৩০ লাখ টাকা।
জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বুধবার চার জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে প্রধানমন্ত্রীর দেওয়া ৬২ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ মোশাররফ শারীরিক অসুস্থতা ও পারিবারিক অস্বচ্ছলতার কারণে পেয়েছেন ৩০ লাখ টাকা এবং মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদকে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া আরও দুজন ক্রীড়া সংগঠককে ২২ লাখ টাকা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৯৮৫ সালের এসএ গেমসে ৮১ কেজি লাইট হেভিওয়েট ওজন শ্রেণিতে সোনা জিতেছিলেন মোশাররফ। তার সুবাদেই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শ্রেষ্ঠত্বের মঞ্চে বক্সিং থেকে প্রথম সোনার হাসি হাসতে পেরেছিল বাংলাদেশ। পরের বছর দক্ষিণ কোরিয়ার সিউলের এশিয়ান গেমসে একই ওজন শ্রেণিতে নেপালের প্রতিযোগীকে হারিয়ে ব্রোঞ্জ জিতেন তিনি। রচিত হয় এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে বাংলাদেশের প্রথম পদক জয়ের অধ্যায়।

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত আরও ১০ হাজার ক্রীড়াসেবীকে পাঁচ কোটি টাকা বিশেষ আর্থিক অনুদান দেওয়া হবে বলে চেক বিতরণকালে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল।
“মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়াবান্ধব। তিনি সুখে-দুঃখে সবসময় আমাদের খেলোয়াড়দের পাশে ছায়ার মতো থাকেন। ক্রীড়াঙ্গনের উন্নয়নে বা যেকোনো ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠকের যেকোনো সমস্যায় তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি ক্রীড়াসেবীদের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু’র নিজ হাতে প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’ এ করোনাকালীন সময়ে ১০ কোটি টাকাসহ আরো ২০ কোটি টাকা মোট ৩০ কোটি টাকা সিডমানি প্রদান করেছেন। ক্রীড়াঙ্গনকে এভাবে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
-
রিয়ালে এটাই ছিল আমার শেষ ম্যাচ: মার্সেলো
-
‘এমবাপে বিষয়টি এখন অতীত, সময়টা উৎসবের’
-
হঠাৎ মোহামেডানকে বিদায় বললেন কোচ শন লেন
-
ইন্দোনেশিয়াকে হারিয়ে পাকিস্তানকে পেল বাংলাদেশ
-
ব্যালন ডি’অর জয়ে প্রমাণের আর কিছু দেখেন না বেনজেমা
-
আগামী বছরের ফাইনালের জন্য হোটেল বুকিং দিতে বললেন ক্লপ
-
কোর্তোয়ার আশা, প্রাপ্য সম্মান এবার পাবেন তিনি
-
‘রিয়াল গোল করতে পেরেছে, আমরা পারিনি’
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?