হানফমানকে উড়িয়ে তৃতীয় রাউন্ডে নাদাল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2022 04:04 PM BdST Updated: 19 Jan 2022 04:04 PM BdST
অস্ট্রেলিয়ান ওপেনে দারুণ পারফরম্যান্স ধরে রেখেছেন রাফায়েল নাদাল। টানা দ্বিতীয় ম্যাচে সরাসরি সেটে জিতে তৃতীয় রাউন্ডে উঠেছেন এই স্প্যানিশ তারকা।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় বুধবার দ্বিতীয় রাউন্ডে জার্মানির ইয়ানিক হানফমানকে ৬-২, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন ষষ্ঠ বাছাই নাদাল।
পায়ের চোটের কারণে ২০২১ সালের অনেকটা সময় বাইরে কাটাতে হয়েছে নাদালকে। পাঁচ মাস পর এই টুর্নামেন্ট দিয়েই গ্র্যান্ড স্ল্যামে ফিরেছেন তিনি। অবশ্য এখানে পা রাখার আগে প্রস্তুতিটা বেশ ভালো হয়েছে তার। চলতি মাসেই মেলবোর্ন সামার সেট জিতেছেন ৩৫ বছর বয়সী এই তারকা।
লক্ষ্য এবার পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড একার করে নেওয়ার। সমান ২০ বার করে গ্র্যান্ড স্ল্যাম জিতে বর্তমানে রেকর্ডটির যৌথ মালিক নাদাল, নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার।
তবে এই ‘বিগ থ্রি’র মধ্যে এখানে কেবল নাদালই আছেন। দ্বিতীয় দফা ভিসা বাতিলের পর জোকোভিচকে না খেলেই অস্ট্রেলিয়া ছাড়তে হয়েছে। আর চোটের কারণে টুর্নামেন্ট থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার।
বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামে একবারই শিরোপা জিতেছেন নাদাল, ২০০৯ সালে। ফাইনালে উঠেছেন পাঁচবার। নতুন ইতিহাস গড়ার হাতছানিতে এগিয়ে চলেছেন তিনি।
-
ফাইনালে বিশৃঙ্খলা, আয়োজকদের উপর ক্ষুব্ধ রবার্টসন
-
রিয়ালে এটাই ছিল আমার শেষ ম্যাচ: মার্সেলো
-
‘এমবাপে বিষয়টি এখন অতীত, সময়টা উৎসবের’
-
হঠাৎ মোহামেডানকে বিদায় বললেন কোচ শন লেন
-
ইন্দোনেশিয়াকে হারিয়ে পাকিস্তানকে পেল বাংলাদেশ
-
ব্যালন ডি’অর জয়ে প্রমাণের আর কিছু দেখেন না বেনজেমা
-
আগামী বছরের ফাইনালের জন্য হোটেল বুকিং দিতে বললেন ক্লপ
-
কোর্তোয়ার আশা, প্রাপ্য সম্মান এবার পাবেন তিনি
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- সাভারে বিকল হয়েছিল যমুনা লাইনের বাসটি, ছুটছিল বেপরোয়া: যাত্রী
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?
- মার্সেলোর ক্যারিয়ার আমার চেয়েও ভালো: কার্লোস