এএফসি কাপে কিংসের গ্রুপে ভারতের গোকুলাম কেরালা

এএফসি কাপে বসুন্ধরা কিংসের পথচলা সহজ হচ্ছে না। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ভারতের আই লিগের চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা। এছাড়াও আছে মালদ্বীপের দল মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2022, 08:47 PM
Updated : 17 Jan 2022, 08:47 PM

কুয়ালা লামপুরে সোমবার এএফসি কাপের ড্র অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস পড়েছে ‘ডি’ গ্রুপে। এই গ্রুপের চতুর্থ দল নির্ধারিত হয়নি এখনও। ছয় দলের প্লে-অফ খেলার পর চূড়ান্ত হবে গ্রুপের চতুর্থ দলটি।

গতবার আশা জাগিয়েও গ্রুপ পর্ব পেরুতে পারেনি কিংস। মাজিয়াকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করার পর বেঙ্গালুরু এফসি ও মোহন বাগানের বিপক্ষে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে বিদায় নিয়েছিল তারা।

লিগ চ্যাম্পিয়ন হলেও ঘরোয়া ফুটবলে কিংসের সময়টা ভালো যাচ্ছে না। নতুন মৌসুমের শুরুতে তারা হারায় স্বাধীনতা কাপের মুকুট। এরপর কমলাপুরের টার্ফ নিয়ে আপত্তি জানিয়ে ফেডারেশন কাপে খেলেনি অস্কার ব্রুসনের দল।

ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হওয়ায় আবাহনীও সুযোগ পাচ্ছে ২০২২ সালের এএফসি কাপে খেলার। তবে লিগ চ্যাম্পিয়ন না হওয়ায় আকাশী-নীলরা সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে না। এবারও প্রিলিমিনারি পর্ব পেরুনোর পর মারিও লেমোসের দলকে খেলতে হবে প্লে-অফ।

প্রিলিমিনারি রাউন্ডে মালদ্বীপের দল ভালেন্সিয়া ও ভুটানের পারো এফসির মধ্যে বিজয়ী দলের বিপক্ষে আগামী ১২ এপ্রিল আবাহনী মুখোমুখি হবে। এ ম্যাচ জিতলে মিলবে প্লে-অফে খেলার সুযোগ।

আগামী ১৯ থেকে ২৪ মে মূল লড়াই শুরু হবে কেন্দ্রীয় ভেন্যুতে।