ফিফা বর্ষসেরা গোলরক্ষক মঁদি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2022 12:28 AM BdST Updated: 18 Jan 2022 02:37 AM BdST
ইংল্যান্ডের স্বপ্ন চূর্ণ করে ইতালির ইউরো জয়ের নায়ক জানলুইজি দোন্নারুম্মা ও জার্মানির গোলরক্ষক মানুয়েল নয়ারকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন এদুয়াঁ মঁদি।
সুইজারল্যান্ডের জুরিখে সোমবার রাতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ২০২১ সালের সেরা গোলরক্ষক হিসাবে মঁদির নাম ঘোষণা করা হয়।
গত মৌসুমে চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে দারুণ অবদান ছিল মঁদির; প্রতিযোগিতার সেরা গোলরক্ষকের মুকুট জিতেছিলেন তিনি। এছাড়া ২০২২ কাতার বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে সেনেগালের ফাইনাল রাউন্ডে ওঠার ভূমিকা ছিল তার।
গত বছরের ব্যালন ডি’অরে সেরা গোলরক্ষকের পুরস্কার ‘দা ইয়াসিন ট্রফি’ জিতেছিলেন দোন্নারুম্মা। ইউরোর ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসাবে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের মুকুটও জিতেছিলেন এসি মিলান ছেড়ে পিএসজিতে পাড়ি জমানো দোন্নারুম্মা।
ইতালির ইউরোর ফাইনালে ওঠার পথে দারুণ অবদান ছিল দোন্নারুম্মার। গ্রুপ পর্বের তিন ম্যাচে কোনো গোল হজম করেননি তিনি। নায়ক ছিলেন স্পেনের বিপক্ষে সেমি-ফাইনালে টাইব্রেকারেও। ফাইনালে টাইব্রেকারে ইতালির ৩-২ ব্যবধানের জয়ে জর্ডান স্যানচো ও বুকায়ো সাকার শট রুখে দিয়েছিলেন ২২ বছর বয়সী এই খেলোয়াড়।
গত মৌসুমে বায়ার্নের বুন্ডেসলিগার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা নয়ারের দারুণ ভূমিকা ছিল বায়ার্নের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠাতেও। জার্মানির হয়ে ইউরোর শেষ ষোলোয় খেলেন তিনি। ইউরোপের প্রথম দল হিসেবে জার্মানির ২০২২ কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করার ক্ষেত্রেও অবদান আছে নয়ার।
মেয়েদের বর্ষসেরা গোলরক্ষকের মুকুট জিতেছেন চিলির গোলরক্ষক ক্রিস্তিয়ান এন্দলার।
বর্ষসেরা গোলরক্ষক নির্বাচনে গত ২৯ নভেম্বর পাঁচ জনের তালিকা প্রকাশ করেছিল ফিফা। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ অগাস্ট পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে সংস্থাটির একটি বিশেষজ্ঞ প্যানেল তালিকাটি তৈরি করেছিল। পরে গত ৫ জানুয়ারি তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে তারা। সেসময় বাদ পড়েন আলিসন ও কাসপের স্মাইকেল।
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
-
নাদালের রেকর্ড ছোঁয়ার অভিযানে জোকোভিচের আরেক জয়
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রোলাঁ গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- সাক্কুকে কি ‘চ্যালেঞ্জের মুখে’ ফেললেন নিজাম