কোচকে বলেছি জয় প্রয়োজন: সালাউদ্দিন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2022 08:02 PM BdST Updated: 17 Jan 2022 09:19 PM BdST
সবশেষ ১৬ ম্যাচে জয় মাত্র তিনটি। বাংলাদেশ জাতীয় দলের কালেভদ্রে পাওয়া গুটি কয়েক জয়ে সন্তুষ্ট নন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। নতুন কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে আলাপচারিতায় তাই আরও জয়ের প্রয়োজনটা বুঝিয়ে দিয়েছেন সাবেক এই তারকা ফুটবলার।
১১ মাসের জন্য বাংলাদেশের দায়িত্ব নিতে গত শনিবার ঢাকায় এসেছেন কাবরেরা। আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন কোচ নিয়ে হবে সংবাদ সম্মেলন।
বাফুফে ভবনে সোমবার নতুন কোচ নিয়ে কথা বলেন সালাউদ্দিন। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা করে কাবরেরাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
“কাবরেরা সম্পর্কে যথাযথ তথ্য-উপাত্ত পাওয়ার পর আমি এবং নাবিল তাকে দায়িত্ব দিয়েছি। মনে হচ্ছে, সে খুব অ্যাক্টিভ কোচ। দেখা যাক তিনি কী করেন। ন্যাশনাল টিমস কমিটি বুধবার সংবাদ সম্মেলনে কোচ নিয়ে সব কিছু আপনাদের জানাবে।”
জেমি ডে’কে ‘ছুটি’ দিয়ে অস্কার ব্রুসনের অধীনে সাফ চ্যাম্পিয়নশিপ খেলেছিল বাংলাদেশ। হতাশাজনক ফলের মধ্যে ছিল কেবল শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের সান্ত্বনা।
এরপর শ্রীলঙ্কায় প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে টুর্নামেন্টে দলের হাল ধরেন আরেক অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোস। তার অধীনে মালদ্বীপের বিপক্ষে ১৮ বছর পর জয় মিললেও টুর্নামেন্টের ফাইনালে সঙ্গী হয় হারের বিষাদ।
গত ১৬ ম্যাচের মধ্যে অন্য জয়টি গত বছর মার্চে বাংলাদেশ পেয়েছিল ত্রিদেশীয় সিরিজে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে। নতুন কোচকে তাই নিজের চাওয়াটা বুঝিয়ে দিয়েছেন সালাউদ্দিন।
“অবশ্যই কোচকে বলেছি, আমাদের জয় প্রয়োজন। সর্বোপরি, তাকে পেয়ে আমরা খুশি। এখন আর অতীত নিয়ে পড়ে থাকতে চাই না আমি।”
ক্লাব কোচিংয়ের টুকটাক অভিজ্ঞতা থাকলেও জাতীয় দলের দায়িত্বে এই প্রথম কাবরেরা। বাংলাদেশ দলের ২৩তম বিদেশি কোচ তিনি। জাতীয় দল নিয়ে কাজ করার অতীত অভিজ্ঞতা না থাকলেও তাকে নিয়ে আশাবাদী সালাউদ্দিন।
“আজ আমি তার সঙ্গে কথা বলেছি। আমি মনে করি, তার হাত ধরে আমরা কিছু সাফল্য পেতে পারি। আমাদের জাতীয় দলের কোচ হওয়াদের মধ্যে একমাত্র টম সেইন্টফিটেরই (২০১৬ সালে চার মাস দায়িত্বে ছিলেন) ছিল জাতীয় দল নিয়ে কাজ করার অভিজ্ঞতা।”
“তাই, এটা কোচদের জন্য কাজ করার খুব ভালো একটা জায়গা। যদি তারা এখানে ভালো করে, তাদের ক্যারিয়ারের উন্নতি হবে। কেননা, জাতীয় দলের দায়িত্ব পাওয়াটা গর্বের।”
-
ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
-
পেশাদার বক্সিং: নেপালের ভারতকে হারিয়ে সেরা বাংলাদেশের আল আমিন
-
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বার্সেলোনা
-
কাবরেরার ‘কনসেপ্ট’ একই, ‘টেকনিক’ ভিন্ন
-
বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
-
কাতার বিশ্বকাপে থাকছে নারী রেফারি
-
প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ হকি দল
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ডলারের তেজ খানিকটা কমল
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার