সহজ জয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু নাদালের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2022 06:50 PM BdST Updated: 18 Jan 2022 04:27 PM BdST
অস্ট্রেলিয়ান ওপেনে প্রত্যাশিত শুরু পেয়েছেন রাফায়েল নাদাল। ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ী তারকা প্রথম রাউন্ডে সরাসরি সেটে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের মার্কোস গিরনকে।
ষষ্ঠ বাছাই নাদাল সোমবার গিরনকে হারিয়েছেন ৬-১, ৬-৪ ও ৬-২ গেমে।
পায়ের চোটের কারণে পাঁচ মাস বাইরে থাকার পর এই টুর্নামেন্ট দিয়ে গ্র্যান্ড স্ল্যামে ফিরলেন এই স্প্যানিয়ার্ড। ম্যাচ শেষে কোর্টে দাঁড়িয়েই তিনি বলেন, বাইরে থাকার সময়টা কঠিন ছিল তার জন্য।
“আমার জন্য অনেক চ্যালেঞ্জিং কয়েকটা মাস কেটেছে, কঠিন মুহূর্ত ছিল। (নিজেকে নিয়ে) অনেক সংশয়ও জেগেছিল।”
দ্বিতীয় দফা ভিসা বাতিলের পর নোভাক জোকোভিচকে শেষ পর্যন্ত এবারের অস্ট্রেলিয়ান ওপেন না খেলেই দেশটি ছাড়তে হয়েছে। চোটের কারণে টুর্নামেন্ট থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। ফলে ‘বিগ থ্রি’-এর একমাত্র সদস্য হিসেবে এবার বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামে খেলছেন নাদাল।
ক্যারিয়ারে একবারই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নাদাল, ২০০৯ সালে। পুরুষদের এককে রেকর্ড ২১ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ের প্রস্তুতিতে চলতি মাসেই মেলবোর্ন সামার সেট জিতেছেন ৩৫ বছর বয়সী এই তারকা।
-
ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
-
পেশাদার বক্সিং: নেপালের ভারতকে হারিয়ে সেরা বাংলাদেশের আল আমিন
-
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বার্সেলোনা
-
কাবরেরার ‘কনসেপ্ট’ একই, ‘টেকনিক’ ভিন্ন
-
বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
-
কাতার বিশ্বকাপে থাকছে নারী রেফারি
-
প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ হকি দল
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ডলারের তেজ খানিকটা কমল
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার