ফাইনালের আগে ‘আসেনসিওকেও হারাল’ রিয়াল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2022 03:59 PM BdST Updated: 16 Jan 2022 03:59 PM BdST
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগেই ছিটকে গেছেন দানি কারভাহাল। স্প্যানিশ সুপার কাপের ফাইনালের আগে এবার মার্কো আসেনসিওকেও ‘হারাল’ রিয়াল মাদ্রিদ। পেশির চোটে ভুগছেন স্পেনের এই ফরোয়ার্ড।
রিয়ালের পক্ষ থেকে অবশ্য এখনও এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে রোববারের শিরোপা লড়াইয়ে আসেনসিওর খেলার কোনো সম্ভাবনাই নেই।
গত বুধবার সেমি-ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন আসেনসিও। ধারণা করা হচ্ছে, ২৫ বছর বয়সী এই ফুটবলারের জায়গায় একাদশে ফিরবেন রদ্রিগো। সেমি-ফাইনালে আসেনসিওর বদলি হিসেবে মাঠে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
খুব গুরুতর না হলেও আগে থেকেই চোটে ভুগছেন ডিফেন্ডার দাভিদ আলাবা। সেমি-ফাইনালে খেলেননি এই অস্ট্রিয়ান। ফাইনালেও তার খেলা নিয়ে রয়েছে সংশয়।
শনিবার সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানান, আসেনসিও ও আলাবাকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না তারা।
“আমাদের দুজনকে নিয়ে অনিশ্চয়তা আছে, আলাবা ও আসেনসিও। দেখা যাক তারা অনুশীলনে কেমন করে। আমি কাউকে নিয়ে ঝুঁকি নিব না।”
“আলাবা ও আসেনসিও যদি খেলে, তার মানে তারা সুস্থ।”
সৌদি আরবের রিয়াদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ১২টায়।
-
ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
-
টিভিতে আজ
-
পেশাদার বক্সিং: নেপালের ভারতকে হারিয়ে সেরা বাংলাদেশের আল আমিন
-
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বার্সেলোনা
-
কাবরেরার ‘কনসেপ্ট’ একই, ‘টেকনিক’ ভিন্ন
-
বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
-
কাতার বিশ্বকাপে থাকছে নারী রেফারি
-
প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ হকি দল
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’