ফরাসি ওপেনে পুরুষ এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন স্তেফানোস সিৎসিপাস।
‘সি’ গ্রুপে শুক্রবার ঘানার বিপক্ষে শুরুর দিকে পিছিয়ে পড়ার পর নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে সমতায় ফেরে গ্যাবন। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটির শেষে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা হাতাহাতিতে লিপ্ত হন। ওই সময় গ্যাবনের বুপেঞ্জাকে আঘাতটি করেন বেঞ্জামিন।
ভিএআরের মাধ্যমে রেফারিকে ঘটনাটি অবগত করা হলে তাকে লাল কার্ড দেওয়া হয়। যদিও বেঞ্জামিন কার্ড দেখার জন্য ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসতে অস্বীকার করেন।
ম্যাচে বদলি হিসেবে মাত্র তিন মিনিটের জন্য মাঠে নেমেছিলেন বেঞ্জামিন। লাল কার্ডের জন্য এমনিতেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেতেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। পাশাপাশি সহিংস আচরণের জন্য শনিবার তাকে অতিরিক্ত এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানায় আফ্রিকান ফুটবল কনফেডারেশন।