ঢাকায় জাতীয় দলের কোচ কাবরেরা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2022 09:33 PM BdST Updated: 15 Jan 2022 09:33 PM BdST
ফুটবলারদের সবাই টিকা না নেওয়ায় ইন্দোনেশিয়া সফরে যাওয়া হচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তবে কাজ শুরু করতে ঠিকই সময়মতো ঢাকায় পৌঁছেছেন নতুন কোচ হাভিয়ের কাবরেরা।
কাবরেরা ঢাকায় পৌঁছান শনিবার রাত ৮টায়। ১১ মাসের জন্য এই স্প্যানিশ কোচকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে)।
ঢাকায় পৌঁছেই বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় নতুন মিশন নিয়ে কাজ করতে উন্মুখ হয়ে থাকার কথা জানান কাবরেরা।
“অবশেষে ঢাকায় পৌঁছাতে পেরে খুশি। বাংলাদেশ জাতীয় দল নিয়ে কাজ শুরু করতে অনুপ্রাণিত বোধ করছি। সব খেলোয়াড়, ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে মিলিত হওয়ার অপেক্ষায় আছি।”
কাবরেরার মিশন শুরু হওয়ার কথা ছিল আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ায় দুটি প্রীতি ম্যাচ দিয়ে। কিন্তু স্কোয়াডের সবার কোভিড টিকার শর্ত পূরণ না হওয়ায় সফরটি ভেস্তে গেছে। জাতীয় দলের ১৫ খেলোয়াড়ের টিকার দুই ডোজ দেওয়া হলেও সাত জনের এক ডোজ দেওয়া আছে আর বাকি ছয় জন খেলোয়াড়ের টিকা দেওয়াই হয়নি।
৩৭ বছর বয়সী কাবরেরা ২০১৮ সালের মে থেকে অগাস্ট পর্যন্ত চার মাস বার্সা একাডেমি নর্দার্ন ভার্জিনিয়া শাখায় কাজ করেন। ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত ছিলেন লা লিগার টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে।
সবশেষ লা লিগার দল দেপোর্তিভো আলাভেসের একাডেমিতে কাবরেরা কাজ করেন এক বছর চার মাস। ভারতের দল স্পোর্টিং গোয়ার টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে ছিলেন ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত।
ফুটবল পরিসংখ্যানের জনপ্রিয় ওয়েবসাইট অপ্টা স্পোর্টসে কাবরেরা কাজ করেছেন ২০০৪ থেকে ২০১০ পর্যন্ত ছয় বছর।
কাবরেরার লিংকডইন প্রোফাইল অনুযায়ী তিনি স্নাতক করেছেন বিজ্ঞাপণ ও বিপনণ বিষয়ে। মাস্টার্স করেছেন ইভেন্ট ম্যানেজমেন্টে।
-
ফাইনাল দেখতে এসে মারামারি করে গ্রেফতার ৫
-
‘লিভারপুলের শিরোপা কঠিন, তবে অসম্ভব নয়’
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
-
টিভিতে আজ
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে ‘প্রস্তুত’ আলাবা
সর্বাধিক পঠিত
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর