ব্রেস্তের বিপক্ষেও নেই মেসি

করোনাভাইরাস থেকে সেরে উঠলেও এখনই মাঠে ফেরা হচ্ছে না লিওনেল মেসির। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে আরও সময় দিয়ে চায় পিএসজি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2022, 02:27 PM
Updated : 14 Jan 2022, 02:27 PM

লিগ ওয়ানের ম্যাচে শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় ব্রেস্তের বিপক্ষে খেলবে পিএসজি। ম্যাচটিতে মেসির না খেলার কথা শুক্রবার নিশ্চিত করেছে প্যারিসের ক্লাবটি।

ইনস্টাগ্রামে বৃহস্পতিবার স্ত্রীর সঙ্গে একটি ছবি দিয়ে মেসি লেখেন, শিগগিরই মাঠে ফিরবেন তিনি।

বিবৃতিতে পিএসজি জানায়, ক্লাবের চিকিৎসক দলের সঙ্গে কাজ করে যাচ্ছেন মেসি। আগামী সপ্তাহে দলে ফিরতে পারেন সাতবারের বর্ষসেরা এই ফুটবলার।

গত ২ জানুয়ারি করোনাভাইরাস পজিটিভ হন মেসি। চার দিন পরই তার নেগেটিভ ফল আসে। কিন্তু প্রাণঘাতী এই ভাইরাসের ধকল কাটিয়ে উঠতে তাকে বিশ্রাম দেয় পিএসজি। গত রোববার লিওঁর বিপক্ষে সবশেষ ম্যাচেও তাকে খেলায়নি তারা।

বিবৃতিতে পিএসজি আরও জানায়, গত নভেম্বরে গোড়ালিতে চোট পাওয়া নেইমারও আপাতত ফিরছেন না দলে। পুরোপুরি ফিট হতে আলাদাভাবে কাজ করছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

২০ ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে দুইয়ে থাকা নিসের পয়েন্ট ৩৬।