অ্যাস্টন ভিলার বিপক্ষে ফিরতে আশাবাদী রোনালদো

চোটের কারণে খেলতে পারেননি অ্যাস্টন ভিলার বিপক্ষে এফএ কাপের ম্যাচে। ফিটনেস ফিরে পেয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী ম্যাচ দিয়ে মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী দলটির তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2022, 02:18 PM
Updated : 13 Jan 2022, 02:18 PM

এফএ কাপের তৃতীয় রাউন্ডে গত সোমবার অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারায় ইউনাইটেড। ম্যাচ শেষে দলটির কোচ রালফ রাংনিক জানিয়েছিলেন, সামান্য চোট থাকায় ঝুঁকি এড়াতে বিশ্রাম দেওয়া হয়েছিল রোনালদোকে।

আগামী শনিবার প্রিমিয়ার লিগে আবারও ভিলার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে রাংনিকের দল। এই ম্যাচকে সামনে রেখে ইউনাইটেডের ওয়েবসাইটে নিজের সেরে ওঠা নিয়ে ইতিবাচক খবর দিলেন রোনালদো।

“আমি ভালো আছি। আমরা মাঝে মধ্যে একটু ব্যথা পাই। এটা তেমন বড় কিছু নয়। আশা করি, শিগগিরই সুস্থ হয়ে যাব।”

ভিলার বিপক্ষে খেলার জন্য ফিট হতে পারবেন কি-না, প্রশ্নের জবাবে ৩৬ বছর বয়সী এই ফুটবলার বলেন, এই ম্যাচ দিয়ে মাঠে ফেরার ব্যাপারে তিনি আশাবাদী।

“আমরা বৃহস্পতিবার চেষ্টা করে দেখব। আমি স্বাভাবিকভাবে অনুশীলন করার চেষ্টা করব। দেখা যাক, শরীর কীভাবে সাড়া দেয়।”

লিগে ১৯ ম্যাচে ৯ জয় ও চার ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ইউনাইটেড। দুই ম্যাচ বেশি খেলা ম্যানচেস্টার সিটি ৫৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।