অনিশ্চয়তাকে সঙ্গী করেই অস্ট্রেলিয়ান ওপেনের ড্রয়ে জোকোভিচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2022 03:20 PM BdST Updated: 13 Jan 2022 03:20 PM BdST
আদালতের রায়কে পক্ষে পেলেও নোভাক জোকোভিচ অস্ট্রেলিয়ায় থাকতে পারবেন কিনা, নিশ্চিত নয় এখনও। এমন অনিশ্চয়তার মধ্যেই হয়ে গেল অস্ট্রেলিয়ান ওপেনের ড্র। সেখানে অবশ্য ঠিকই আছেন সার্বিয়ার এই টেনিস তারকা।
আগামী সোমবার শুরু হতে যাচ্ছে বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যাম। প্রথম রাউন্ডে স্বদেশি মিওমির কেচমানোভিচের বিপক্ষে লড়বেন জোকোভিচ।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৩টায় ড্র ঘোষণার কথা ছিল। তবে সোয়া এক ঘণ্টা দেরিতে তা জানানো হলো।
গত সপ্তাহে জোকোভিচ অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পরই ঘটনাবহুল এই জটিলতার শুরু। এই টেনিস গ্রেট কোভিডের টিকা না নিয়ে সেখানে যাওয়ার কারণেই এতসব সমস্যার সৃষ্টি।
দেশটিতে প্রবেশের জন্য এখন কোভিড টিকা নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও আগামী সোমবার থেকে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সুযোগ দিতে জোকোভিচের ক্ষেত্রে ওই শর্ত শিথিল করে ভিসা দেওয়া হয়েছিল।
টিকা না নিয়েও জোকোভিচের ভিসা পাওয়ার সেই খবরে তীব্র সমালোচনার মুখে পড়ে অস্ট্রেলিয়া সরকার। সরকার করদাতাদের ক্ষেত্রে নিয়মের কড়াকড়ি করলেও বিদেশিদের ছাড় দিচ্ছে বলে অভিযোগ ওঠে। প্রতিবাদের মুখে মেলবোর্নের টুলামারিন বিমানবন্দরে নামার পর তাকে আটকে দেওয়া হয়।
তবে জোকোভিচ আইনি লড়াইয়ে নামেন এবং গত সোমবার বিচারক অ্যান্থনি কেলি ৯ বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ীর পক্ষে রায় দেন।
আদালতের রায় পক্ষে পাওয়ার কয়েক ঘণ্টা পরই অনুশীলনে নামেন জোকোভিচ। বৃহস্পতিবারও মেলবোর্ন পার্কে অনুশীলন করেছেন তিনি। তবে ৩৪ বছর বয়সী তারকার এই টুর্নামেন্টে খেলা এখনও নিশ্চিত নয়।
আদালতের রায় জোকোভিচের পক্ষে থাকলেও অস্ট্রেলিয়া সরকার নির্বাহী ক্ষমতাবলে তার ভিসা বাতিল করতে পারেন। বৃহস্পতিবারও দেশটির প্রধান মন্ত্রী স্কট মরিসন বলেছেন, জোকোভিচের ভিসা বাতিল করা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি তার সরকার।
রজার ফেদেরার ও রাফায়েল নাদালের সঙ্গে যৌথভাবে পুরুষ টেনিসের এককে রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ রেকর্ডটাকে একার করে নেওয়ার লক্ষ্যে অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে নামার আশায় আছেন। প্রতিযোগিতাটির গত তিন আসরের চ্যাম্পিয়ন তিনি। গত বছর চার গ্র্যান্ড স্ল্যামের তিনটিরই ট্রফি উঁচিয়ে ধরেছিলেন এই তারকা।
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে