ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ কোত দি ভোয়ার গোলরক্ষক

ডোপিংয়ের নিয়ম ভাঙায় কোত দি ভোয়ার প্রথম পছন্দের গোলরক্ষক সিভান গোওয়োকে নিষিদ্ধ করেছে ফিফা। ফলে আফ্রিকা কাপ অব নেশন্সে তাকে পাবে না দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2022, 01:42 PM
Updated : 12 Jan 2022, 01:42 PM

কোত দি ভোয়া ফুটবল ফেডারেশন মঙ্গলবার এক বিবৃতিতে ৩৩ বছর বয়সী এই ফুটবলারের নিষেধাজ্ঞার বিষয়টি জানায়।

ইথিওপিয়ার একটি ক্লাবে খেলা গোওয়োর শরীরে নিষিদ্ধ উপাদান ট্রাইমেটাজিডিন শনাক্ত হওয়ায় গত মাসে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল ফিফা। ট্রাইমেটাজিডিনকে শক্তিবর্ধক হিসেবে গণ্য করে ওয়ার্ল্ড এন্টি-ডোপিং এজেন্সি- ওয়াডা।

টুর্নামেন্ট শুরুর আগেই ইথিওপিয়ান ফুটবল ফেডারেশন বিষয়টি জানিয়েছিল। কোত দি ভোয়া তবু গোওয়োকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশায়।

চোখের সমস্যায় চিকিৎসকের পরামর্শে গোওয়ো ওষুধটি নিয়েছিলেন বলে জানালেন কোত দি ভোয়ার কোচ পাট্রিস বোমেও।

“গত বছরের শুরুর দিকে আমরা সিভানকে চোখের পরীক্ষা করতে বলেছিলাম, গোলরক্ষকরা এটা প্রায়ই করে থাকে। যে চিকিৎসক তাকে পরীক্ষা করেছিলেন, তিনি ওষুধ লিখেছিলেন। সিভান মার্চ মাসে ওষুধটি নিয়েছিল, কিন্তু এরপর থেকে তা বন্ধ করে দেয়।”

“২৭ ডিসেম্বর আমাদের ফলাফল জানানো হয়। তার মুত্রে অণুর চিহ্ন মেলে। আমরা প্রেসক্রিপশন দিয়েছিলাম।”

কিন্তু ফিফার শৃঙ্খলা কমিটি গোওয়োর নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে কোত দি ভোয়াকে। আপিল করার জন্য তাদের ২০ দিন সময় দেওয়া হয়েছে।

আফ্রিকা কাপ অব নেশন্সে ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বুধবার বিষুবীয় গিনির মুখোমুখি হবে কোত দি ভোয়া।