৩০০ ছুঁয়ে কিংবদন্তিদের পাশে বেনজেমা

প্রস্তুত মঞ্চে প্রথম নিশ্চিত সুযোগ পেয়ে কোনো ভুল করলেন না করিম বেনজেমা। ভালেন্সিয়ার বিপক্ষে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনশত গোলের মাইলফলক স্পর্শ করলেন ফরাসি ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2022, 09:01 PM
Updated : 8 Jan 2022, 09:01 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচটির ৪৩তম মিনিটে গোলটি করেন বেনজেমা। ডি-বক্সে কাসেমিরো ফাউলের শিকার হওয়ায় পেনাল্টিটি পায় রিয়াল।

২০০৯ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে ট্রান্সফার মার্কেটের হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮৪ ম্যাচ খেলে ৩০০ গোলের ক্লাবে ঢুকলেন ৩৪ বছর বয়সী তারকা স্ট্রাইকার। ইউরোপের সফলতম ক্লাবটির তথ্যমতে, তাদের হয়ে এর আগে মাত্র তিন জন ৩০০ বা এর বেশি গোল করেছেন। তারা হলেন ক্রিস্তিয়ানো রোনালদো (৪৫১), রাউল গনসালেস (৩২৩) ও আলফ্রেদো দি স্তেফানো (৩০৮)।

ভালেন্সিয়ার বিপক্ষে এই নিয়ে ২৬ বারের দেখায় ১৯ গোল করলেন বেনজেমা। আর এবারের লা লিগায় ২০ ম্যাচে সর্বোচ্চ স্কোরের গোল হলো ১৬টি।