মেয়েদের দাবার মুকুট জান্নাতুল ফেরদৌসের

মেয়েদের জাতীয় দাবায় দারুণ চমক দেখিয়েছেন জান্নাতুল ফেরদৌস। রানী হামিদ, শারমিন সুলতানা শিরিনকে পেছনে ফেলে ১৭ বছর বয়সী এই তরুণী পেয়েছেন প্রথমবারের মতো এই শিরোপা জয়ের স্বাদ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2022, 03:51 PM
Updated : 8 Jan 2022, 03:51 PM

বাংলাদেশ দাবা ফেডারেশনে শনিবার একাদশ রাউন্ডে নারী ফিদে মাস্টার নাজরানা খানের সঙ্গে ড্র করেন জান্নাতুল। সব মিলিয়ে সাড়ে ৮ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে সেরা হন এই নারী ক্যান্ডিডেট মাস্টার।

সাড়ে ৮ করে পয়েন্ট পেয়েছেন আরও তিন জন। টাইব্রেকিং পদ্ধতিতে যথাক্রমে নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ দ্বিতীয়, নারী ইন্টারন্যাশনাল মাস্টার শিরিন তৃতীয় ও নারী ফিদে মাস্টার নাজরানা খান চতুর্থ হয়েছেন।

মেয়েদের জাতীয় দাবার রেকর্ড ২০বারের চ্যাম্পিয়ন নারী ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ সাড়ে ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ২০তম হয়েছেন।

অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে ছয় ম্যাচে জেতেন জান্নাতুল। ড্র করেন বাকি পাঁচ ম্যাচে। টানা চার জয় পাওয়ায় শিরোপার জয়ের আত্মবিশ্বাসও জন্মেছিল, বললেন এই তরুণী। নিজেকে আগামী দিনে সেরাদের কাতারে দেখতে চাওয়ার আশাবাদও শোনালেন তিনি।

“টুর্নামেন্ট শুরুর আগে আসলে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে অতটা ভাবিনি। তবে যখন ভালো করছিলাম, তখন একটা সম্ভাবনা তো তৈরি হয়ই। নবম রাউন্ডে জয়ের পর মনে হচ্ছিল আমি পারব।”

“আমার লক্ষ্য নারী গ্র্যান্ডমাস্টার হওয়া নয়। ছেলেদের সঙ্গে উন্মুক্ত বিভাগে খেলে গ্র্যান্ডমাস্টার হওয়া। দেশের মধ্যে নিজেকে সবার উপরে দেখতে চাই আমি।”

২০১৯ সালে সবশেষ এই আসর হয়েছিল। এরপর করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ২০২০ সালে এই প্রতিযোগিতা হয়নি।

রোল অব অনার

সাল চ্যাম্পিয়ন

১৯৭৯ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৮০ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৮১ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৮২ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৮৩ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৮৪ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৮৫ ইয়াসমীন বেগম

১৯৮৬ ইয়াসমীন বেগম

১৯৮৮ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৮৯ মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা

১৯৯০ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৯১ মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন

১৯৯২ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৯৩ মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা

১৯৯৪ মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন

১৯৯৫ মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা

১৯৯৬ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৯৭ মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা

১৯৯৮ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

১৯৯৯ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

২০০০ মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা

২০০১ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

২০০২ মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা

২০০৩ মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা

২০০৪ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

২০০৫ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা

২০০৬ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

২০০৭ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

২০০৮ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

২০০৯ মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন

২০১০ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা

২০১১ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

২০১২ মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন

২০১৪ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা

২০১৫ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা

২০১৬ মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা

২০১৭ মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন

২০১৮ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

২০১৯ মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ

২০২১ মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস

১৯৮৭ ও ২০১৩ সালে প্রতিযোগিতা হয়নি।