সুখবর পেল বার্সেলোনা

মাঠে বাজে সময় কাটানো বার্সেলোনার জন‍্য নতুন সমস্যা করোনাভাইরাসের প্রাদুর্ভাব। একের পর এক খেলোয়াড় হারানো দলটি পেয়েছে কিছুটা স্বস্তির খবর; কোভিড-১৯ থেকে সেরে উঠেছেন তিন জন খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2022, 11:38 AM
Updated : 7 Jan 2022, 11:38 AM

ক্লাবের টু্ইটারে শুক্রবার সের্জিনো দেস্ত, গাভি ও আলেক্স বাল্দের রিপোর্ট নেগেটিভ আসার কথা জানিয়েছেন বার্সেলোনা।

গত ২৮ ডিসেম্বর ম্যানচেস্টার সিটি ছেড়ে কাম্প নউয়ে আসা ফেররান তরেস ও সম্ভাবনাময় মিডফিল্ডার পেদ্রি করোনাভাইরাসে আক্রান্ত বলে গত সোমবার জানায় বার্সেলোনা। একই কারণে আগে থেকেই বাইরে ছিলেন আরও আট জন। সঙ্গে চোটের ধাক্কায় আরও কয়েকজনকে হারিয়ে সাম্প্রতিক সময়ে দল সাজাতেই ধুঁকতে হচ্ছে কোচ শাভি এরনান্দেসকে।

তাই ব্যস্ত সূচি সামনে রেখে তিন জনের সেরে ওঠার খবর দলটির জন্য খুবই স্বস্তির। দেস্ত, গাভি ও বাল্দে অনুশীলনে ফিরছেন বলেও সংশিলষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও বিবৃতিতে লিখেছে বার্সেলোনা।

লা লিগায় শনিবার গ্রানাদার মাঠে খেলতে যাবে বার্সেলোনা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১১টায়।

লিগে শেষ চার রাউন্ডের দুটিতে জয়ী বার্সেলোনা ১৯ ম্যাচে আট জয় ও সাত ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে। এক ম্যাচ বেশি খেলা রিয়ালের পয়েন্ট ৪৬।