সমতায় শেষ ইউভেন্তুস-নাপোলির লড়াই
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jan 2022 03:46 AM BdST Updated: 07 Jan 2022 04:06 AM BdST
আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমল বেশ। নাপোলি এগিয়ে যাওয়ার পর ম্যাচে ফিরল ইউভেন্তুস। বাকি সময়ে অবশ্য জালের দেখা পেল না আর কেউ। সমতায় শেষ হলো দুই দলের লড়াই।
আলিয়াঞ্জ স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে সেরি আর হাইভোল্টেজ ম্যাচটি
১-১ গোলে ড্র হয়েছে। ড্রিস মের্টেন্সের গোলে স্বাগতিকরা পিছিয়ে পড়ার পর সমতা টানেন
ফেদেরিকো চিয়েসা।
নতুন বছরে দুই দলেরই প্রথম এই ম্যাচে বল দখলে একটু পিছিয়ে থাকা
ইউভেন্তুস গোলের জন্য শট নেয় মোট ২২টি, যার পাঁচটি ছিল
লক্ষ্যে। আর নাপোলির ১৬ শটের চারটি লক্ষ্যে ছিল।
ইউভেন্তুস শুরুটা করে আশা জাগানিয়া। প্রথম ১০ মিনিটে দুটি সুযোগ পায়
তারা। ফেদেরিকো বের্নারদেস্কির কর্নারে ওয়েস্টন ম্যাককেনির হেড বাইরে দিয়ে যায়।
সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে আদ্রিওঁ রাবিওর শট লক্ষ্যে থাকেনি।

৩৯তম মিনিটে আরেকটি ভালো সুযোগ পায় সফরকারীরা। স্বদেশি পিয়ত্র জিয়েলিন্সকির শটে এক হাতে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান ইউভেন্তুসের পোলিশ গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি।
৫৪তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। ডি-বক্সে হেডে ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি নাপোলির ডিফেন্ডার আমির রাহমানি। চিয়েসার বাঁ পায়ের জোরালো শট আরেক ডিফেন্ডারের পা ছুঁয়ে জালে জড়ায়।
৬৩তম মিনিটে আরেকটি সুযোগ পান চিয়েসা। এ যাত্রায় ইতালিয়ান ফরোয়ার্ডের শট রুখে দেন নাপোলির গোলরক্ষক দাভিদ ওসপিনা।
৬৬তম মিনিটে বের্নারদেস্কি ও রাবিওর জায়গায় পাওলো দিবালা ও রদ্রিগো বেন্তানকুরকে নামান ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। পরের মিনিটেই প্রায় ৩০ গজ দূর থেকে দিবালার শট ঠেকান ওসপিনা।

২০ ম্যাচে ১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউভেন্তুস। সমান ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে তিনে নাপোলি।
আরেক ম্যাচে রোমাকে ৩-১ গোলে হারানো এসি মিলান ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শিরোপাধারী ইন্টার মিলান।
আরও পড়ুন
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
টিভিতে আজ
সাম্প্রতিক খবর
মতামত
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’