করোনাভাইরাসে আক্রান্ত চেলসির কঁতে-সিলভা

তিন মাসের একটু বেশি সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলেন চেলসি মিডফিল্ডার এনগোলো কঁতে। কোভিড পজিটিভ হয়েছেন দলটির ডিফেন্ডার চিয়াগো সিলভাও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2022, 10:07 AM
Updated : 6 Jan 2022, 10:10 AM

বুধবার লিগ কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলে জিতেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে হওয়া এই ম্যাচে দলে ছিলেন না কঁতে ও সিলভা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চেলসি কোচ টমাস টুখেল জানান, কোভিডে আক্রান্ত হওয়ার কারণে খেলেননি এই দুজন। তারা এখন আইসোলেশনে আছেন।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চেলসির হয়ে ১৭ ম্যাচ খেলেছেন কঁতে। আর গত সোমবার ২০২২-২৩ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়ন করা সিলভা খেলেছেন ২২ ম্যাচ।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার কঁতে এর আগে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন গত সেপ্টেম্বরে।