টটেনহ্যামকে হারিয়ে ফাইনালের পথে চেলসি

ম্যাচ জুড়ে আক্রমণে একচেটিয়া আধিপত্য করল চেলসি। প্রতিপক্ষের দুটি ভুলের সুযোগে মিলল গোল। টটেনহ্যাম হটস্পারকে সহজেই হারিয়ে লিগ কাপের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল টমাস টুখেলের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2022, 09:40 PM
Updated : 5 Jan 2022, 10:15 PM

ইংলিশ ফুটবলের তৃতীয় সেরা প্রতিযোগিতাটির সেমি-ফাইনালের প্রথম লেগে বুধবার রাতে ২-০ গোলে জিতেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে কাই হার্ভাটজের লক্ষ্যভেদে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর আত্মঘাতী গোল করেন টটেনহ্যামের বেন ডেভিস।

কিছুদিন আগে প্রকাশিত এক সাক্ষাৎকারে ‘চেলসিতে সুখে নেই’ বলে মন্তব্য করে তুমুল আলোচনার জন্ম দেওয়ার পর ক্ষমা চেয়ে টটেনহ্যামের বিপক্ষে স্কোয়াডে ফেরেন রোমেলু লুকাকু। বেলজিয়ান স্ট্রাইকার সুযোগ পেয়ে যান শুরুর একাদশেও।

প্রথমার্ধে ৬৯ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য চেলসির ১০ শটের দুটি ছিল লক্ষ্যে। এই সময়ে টটেনহ্যাম কোনো শটই নিতে পারেনি।

প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় চেলসি। টটেনহ্যামের ডিফেন্ডার জাফে তাংগাংগার দুর্বল পাস নিয়ন্ত্রণে নিয়ে মার্কোস আলোনসো বল বাড়ান ডি-বক্সে। একটু এগিয়ে হার্ভাটজের শট ডিফেন্ডার দাভিনসন সানচেসের পায়ে লেগে জালে জড়ায়।

৩৪তম মিনিটে তাংগাংগার আরেকটি ভুলে আত্মঘাতী গোল হজম করে টটেনহ্যাম। হাকিম জিয়াশের ফ্রি-কিক ডি-বক্সে হেডে ক্লিয়ার করতে চেয়েছিলেন তিনি, কিন্তু বল সতীর্থ ডিফেন্ডার ডেভিসের গায়ে লেগে নিজেদের জালেই জড়ায়।

বিরতির আগে ব্যবধান আরও বাড়তে পারত, জিয়াশের ক্রসে ডি-বক্সে অরক্ষিত লুকাকুর হেড পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোলে প্রথম শট নিতে পারে সফরকারীরা। ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনের ফ্রি-কিক ঠেকান গোলরক্ষক কেপা আরিসাবালাগা।

৬৬তম মিনিটে জিয়াশের থ্রু বল ধরে ওয়ান-অন-ওয়ানে টিমো ভেরনারের নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন টটেনহ্যাম গোলরক্ষক উগো লরিস।

বাকি সময়ে আরও বেশ কিছু সুযোগ পায় স্বাগতিকরা, কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় গোল মেলেনি। যোগ করা সময়ে গোলরক্ষক বরাবর শট মারেন লুকাকু।

আগামী ১২ জানুয়ারি টটেনহ্যামের মাঠে হবে শেষ চারের ফিরতি লেগ।