বার্সার টার্গেট মোরাতা ‘থাকছেন’ ইউভেন্তুসেই

বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, শীতকালীন দলবদলে ইউভেন্তুস থেকে বার্সেলোনায় যোগ দেবেন আলভারো মোরাতা। তবে তুরিনের দলটির কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি নিশ্চিত করলেন, কোথাও যাচ্ছেন না এই স্প্যানিশ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2022, 05:50 PM
Updated : 5 Jan 2022, 05:50 PM

হৃদযন্ত্রের স্পন্দন জটিলতা সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে গত ডিসেম্বরে আগেভাগে ক্যারিয়ারের ইতি টেনে দেন সের্হিও আগুয়েরো। তার জায়গায় আক্রমণে নতুন খেলোয়াড়ের সন্ধানে রয়েছে বার্সেলোনা।

ইতালিয়ান ও স্প্যানিশ গণমাধ্যমের খবর, জানুয়ারি মাসেই কাতালান দলটিতে যোগ দিতে পারেন মোরাতা।

সেরি আয় বৃহস্পতিবার নাপোলির মুখোমুখি হবে ইউভেন্তুস। আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে মোরাতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে সব গুঞ্জন উডিয়ে দেন আল্লেগ্রি। জানান, মৌসুমের বাকি অংশে ইউভেন্তুসেই থাকছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।

“মোরাতা ক্লাব ছাড়বে না। সে এমন একজন খেলোয়াড় যে গত মৌসুমে ২১ গোল করেছে, এই মৌসুমে এরই মধ্যে সাতটি। আলভারোর ক্ষেত্রে সমস্যা হলো, সবসময়ই তার খেলায় কিছু না কিছু ঘাটতি আছে বলে মনে হয়।”

“আমি তার সঙ্গে কথা বলেছি এবং তাকে বলেছি, সে এখানেই থাকবে। কারণ তার মানের আরেকজনকে খুঁজে পাওয়া খুব কঠিন। আলভারো ভালো করতে দারুণ উদ্দীপ্ত। আর এই আলোচনা এখানেই শেষ।”

লিগে ১৯ ম্যাচে ১০ জয় ও চার ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে আলেগ্রির দল।