লিভারপুল-আর্সেনাল লিগ কাপের ম্যাচ স্থগিত

লিভারপুল শিবিরে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এর প্রভাবে আর্সেনালের বিপক্ষে তাদের লিগ কাপের সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচটি স্থগিত করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2022, 03:11 PM
Updated : 5 Jan 2022, 03:11 PM

ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

অ্যানফিল্ডে ম্যাচটি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। দলে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মঙ্গলবার ইএফএলের কাছে ম্যাচটি স্থগিতের আবেদন জানিয়েছিল লিভারপুল।

ক্লাবে কোভিড-১৯ পজিটিভের সংখ্যা বাড়ায় বুধবার লিভারপুল তাদের অনুশীলন মাঠ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

প্রাথমিক সূচিতে আগামী ১৩ জানুয়ারি দ্বিতীয় লেগের ম্যাচ হওয়ার কথা ছিল। পরিবর্তিত সূচিতে এখন ওই সময়ে অ্যানফিল্ডে হবে প্রথম লেগ। আর স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি আগামী ২০ জানুয়ারি আর্সেনালের মাঠে হবে দ্বিতীয় লেগ হিসেবে।

গত শুক্রবার লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ জানান, তাদের দলের তিন খেলোয়াড় কোভিডে আক্রান্ত। তখন খেলোয়াড়দের নাম প্রকাশ করেননি তিনি। পরে জানা যায় আক্রান্তরা হলেন- গোলরক্ষক আলিসন, ডিফেন্ডার জোয়েল মাতিপ ও ফরোয়ার্ড রবের্তো ফিরমিনো।

পরে শনিবার প্রাণঘাতী রোগটিতে আক্রান্ত হন ক্লপ নিজেও। সবশেষ বুধবার কোভিড পজিটিভ হয়েছেন ক্লপের জায়গায় গত রোববার প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ম্যাচে দায়িত্ব পালন করা সহকারী কোচ পেপ লিনডার্স। 

দলটির ভার্জিল ফন ডাইক, থিয়াগো আলকান্তারা, ফাবিনিয়ো ও কার্টিস জোনস এর আগে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন। আইসোলেশন থেকে গত সপ্তাহের শুরুতে অনুশীলনে ফেরেন তারা। 

যুক্তরাজ্যে গত মঙ্গলবার এক দিনে ২ লাখ ১৮ হাজার ৭২৪ জন আক্রান্ত হন করোনাভাইরাসে, যা দেশটিতে এক দিনে কোভিড পজিটিভের নতুন রেকর্ড।